Published Paper Details:

MADHYA BRITTYA O NIMNYA MADDHYA BRITTYA  JIBONE JATILOTAR NANA CHITRA : PREKKHIT SANJIB CHATTOPAADHYAAY ER RAMMYA RACHANA.

SHUBHANKAR RAY 

মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের জীবন যন্ত্রনা, দাম্পত্য কলহ, দারিদ্রতার চিত্র, বর্তমান সমাজের বাস্তবিক রূপ, নারীর বিচিত্র রূপ, মূল্যবোধ, জীবনবোধ।

সঞ্জীব চট্টোপাধ্যায়ের রচনাগুলিতে সমাজের বেশ কিছু বিষয় বারবার উঠে আসে। মানুষ হাসতে চায় কারণ জীবন থেকে হাসি উবে যাচ্ছে। নিজের ভুল-ত্রুটি, নিজের দুর্বলতা, দৈনন্দিন জীবনের অকিঞ্চিৎকর তুচ্ছতায় ভরা নিজের সমস্যাগুলি দেখে হাসা। সমাজের জটিলতা যতই ঘনীভূত হচ্ছে আমাদের চাতক সত্ত্বায় রসের চাহিদাও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শুধুমাত্র হাসির যোগান দিতে তিনি কল্পিত কোনো কাহিনীকে অবলম্বন করেননি। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবনের নানা চিত্রকে তিনি সুন্দরভাবে দেখিয়েছেন। আসলে তিনি বাস্তবে নিজের চোখে যা দেখেছেন তারই প্রতিফলন ঘটিয়েছেন তাঁর রচনায়। দাম্পত্য কলহ থেকে শুরু করে মূল্যবোধের চিত্র, দারিদ্রতার প্রতিচ্ছবি, বর্তমান সমাজের বাস্তবিক রূপ, নারী প্রগতির সাংঘাতিক রূপ, জীবনবোধ সমগ্র বিষয় তিনি পুঙ্খানুপুঙ্খ ভাবে তাঁর রচনায় তুলে ধরেছেন। প্রবন্ধটির মধ্যে এই বিষয় সমূহগুলি তুলে ধরার চেষ্টা করা হবে।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID :  tirj/ October 22/article-40

Page No : 329-335

Published In :Volume 2, Issue 4

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License