Published Paper Details:
ANTYAJA O ADIBASHI JANAJIBONER BISHWASH -SANGSKAR, SANGSKRITIR RUPREKHA : PRASANGA TARASHANGKAR BANDHYAPADHYAYER CHOTO GALPO.
SAGARIKA SAHA
আদিবাসী, অন্ত্যজ, সংস্কৃতি, সংস্কার, কুসংস্কার।
কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে গ্রামবাংলার আদিবাসী ও অন্ত্যজ নিম্নবর্গীয় ব্রাত্য শ্রেণীর সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক জীবনচর্যার সামগ্রিকরূপ পরিস্ফুট। এই প্রবন্ধে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘স্থলপদ্ম’, ‘ডাইনীর বাঁশী’, ‘ডাইনী’, ‘নারী ও নাগিনী’ ‘সাপুড়ের গল্প’, ‘যাদুকরের মৃত্যু’, ‘বাউল’, ‘ট্যারা’, ‘বরমলাগের মাঠ’, ‘প্রহ্লাদের কালী’, ‘চোর’, ‘পাটনী’, ‘মতিলাল’, ‘শবরী’, ‘বেদেনী’ ‘আকড়াইয়ের দীঘি’ গল্পগুলি বিশ্লেষণের মাধ্যমে অন্ত্যজ ও আদিবাসী জনজীবনের বিশ্বাস-সংস্কার, সংস্কৃতির যে চিত্র উদ্ভাসিত হয়, সেই বিষয়টিই এই প্রবন্ধের আলোচনার বিষয়। গল্পগুলিতে সমাজের অন্ত্যজ শ্রেণী ও আদিবাসী জনজীবনের সংস্কৃতি অর্থাৎ ধর্মীয় বিশ্বাস, রীতি-নীতি, বাক্কেন্দ্রিক সংস্কৃতি অর্থাৎ ভাষা ব্যবহার, গান-নাচ, জীবিকা, খাদ্যাভাস, তাদের আইন-কানুন, প্রথার যে চিত্রণ প্রস্ফুট হয় তার মধ্যে দিয়ে আদিবাসী জনজীবনের অভ্যন্তরীণ ও বাহ্যিকরূপ ও মানসগঠনটি সুস্পষ্টরূপে পরিস্ফুট। প্রত্যেক জাতির পরিচয় নির্মাণের ক্ষেত্রে, অস্তিত্বরক্ষার ক্ষেত্রে তাদের সংস্কার ও সংস্কৃতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলি বিশ্লেষণের মধ্যে দিয়ে অন্ত্যজ ও আদিবাসী জনজীবনের সংস্কৃতি, তাদের বিশ্বাস-সংস্কারের যে রূপরেখা পাওয়া যায় এই প্রবন্ধে তার স্বরূপ উদঘাটনের চেষ্টা করা হয়েছে।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/ October 22/article-11
Page No : 90-99
Published In :Volume 2, Issue 4
DOI (Digital Object Identifier) :
E ISSN : 2583-0848