Kabikangkan Mukunda chakrabarty o Ramananda jatir Chandi mangal kabya : ekti tulanamulak adhyan/ কবিকঙ্কণ মুকুন্দ চক্রবর্তী ও রামানন্দ যতির চণ্ডীমঙ্গলকাব্য : একটি তুলনামূলক অধ্যায়ন
Keywords:
- বাংলা মঙ্গলকাব্য,
- মনসামঙ্গল,
- গ্রন্থোৎপত্তি,
- শাপভ্রষ্ট দেবতা,
- বন্দনা,
- বারোমাস্যা
Abstract
চণ্ডীমঙ্গল কাব্যের আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের ‘মঙ্গলকাব্য’ সম্পর্কে আলোচনা করা দরকার, অর্থাৎ মঙ্গলকাব্য কি? এ প্রসঙ্গে বলতে হয় যে, মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি বিশেষ শাখা মঙ্গলকাব্য। যা মূলতঃ খ্রীষ্টিয় পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর ফসল। ড.অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তাঁর ‘বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত’ বইতে মঙ্গল কাব্য বলতে বুঝিয়েছেন বিভিন্ন দেব-দেবীর পূজা প্রচার সম্মন্ধীয় এক প্রকার আখ্যানকাব্যকে। মানুষ বিপদে পড়লে দেব-দেবীদের শরণ করেন। বাংলার মঙ্গলকাব্যগুলির উৎপত্তির মূলে এই ধরনের আপদ-বিপদের প্রভাব আছে। যেমন– সাপের হাত থেকে আত্মরক্ষার জন্য সর্পদেবী মনসার পূজা, তেমনি হিংস্র পশুর হাত থেকে রক্ষা পেতে দেবী চণ্ডীর পূজা। সাধারণ ভাবে বলা যায় বেশীর ভাগ মঙ্গল কাব্যেই দেবীর পূজা প্রচারিত হয় এবং এই পূজা প্রচারের জন্য কোন না কোন ভক্তকে অভিশাপ প্রাপ্ত হতে হয়ে আসতে হয় মর্ত্যে। কার্য সমাপ্ত ঘটলে তারা আবার ফিরে যান স্বর্গে।
বাংলা সাহিত্যের ইতিহাসে দেব-দেবীর প্রচারমূলক এক বিশেষ সাহিত্য শাখা হল ‘মঙ্গলকাব্য’। এই মঙ্গলকাব্যগুলি যারা শুনতেন বা যারা শোনাতেন, সকলেরই মঙ্গল হত। এই মঙ্গল কাব্য ধারায় যে মঙ্গলকাব্যগুলি বিশেষ ভাবে উল্লেখযোগ্য, সেগুলি হল- মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, শিবায়ন ও অন্নদামঙ্গল প্রভৃতি। এই সব মঙ্গলকাব্যগুলি মোটামুটি ভাবে পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর সময়কালে রচিত হয়েছিল। এই দীর্ঘ সময়কালে শাসক সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কাব্যের মূল কাঠামো এক থাকলেও সামাজিক রীতি-নীতি, খাদ্য, পোষাক, আচার-আচরণের বেশ কিছু পরিবর্তন ঘটেছে।
Downloads
References
১। ভট্টাচার্য, আশুতোষ : বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস, এ মুখার্জী অ্যান্ড কোং প্রাইভেট লিমিটেড, কলকাতা, দ্বাদশ সংস্করণ, সেপ্টেম্বর, ২০০৯, পৃষ্ঠা-৩৪৬
২। গঙ্গোপাধ্যায়, অনিলবরণ : (সম্পাদিত) রামানন্দ যতি - বিরচিত চণ্ডীমঙ্গল, কলিকাতা বিশ্ববিদ্যালয়, ১৯৬৯, পৃষ্ঠা -১৫৪
৩। তদেব, পৃষ্ঠা - ৪০১
৪। তদেব, পৃষ্ঠা - ৯৩
৫। তদেব, পৃষ্ঠা - ১৫৮
৬। ভট্টাচার্য, আশুতোষ : বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস, এ মুখার্জী অ্যান্ড কোং প্রাইভেট লিমিটেড, কলকাতা, দ্বাদশ সংস্করণ, সেপ্টেম্বর, ২০০৯, পৃষ্ঠা-৩৮
৭। গঙ্গোপাধ্যায়, অনিলবরণ : (সম্পাদিত) রামানন্দ যতি - বিরচিত চণ্ডীমঙ্গল, কলিকাতা বিশ্ববিদ্যালয়, ১৯৬৯, পৃষ্ঠা - ৪০১
৮। সেন, সুকুমার (সম্পাদিত) : কনিকঙ্কণ মুকুন্দ বিরচিত চণ্ডীমঙ্গল, সাহিত্য অকাদেমি, রবীন্দ্র ভবন, ৩৫ ফিরোজ শাহ রোড, নতুন দিল্লি -১১০০০১, ভূমিকা
৯। তদেব, পৃষ্ঠা – ১
১০। বন্দ্যোপাধ্যায়, শ্রীকুমার ও চৌধুরী, শ্রী বিশ্বপতি (সপমাদিত) : কবিকঙ্কণ-চণ্ডী, কলিকাতা বিশ্ববিদ্যালয়, ২০০২, পৃষ্ঠা – ৩
১১। তদেব, পৃষ্ঠা – ৩১
১২। সেন, সুকুমার (সম্পাদিত) : কনিকঙ্কণ মুকুন্দ বিরচিত চণ্ডীমঙ্গল, সাহিত্য অকাদেমি, রবীন্দ্র ভবন, ৩৫ ফিরোজ শাহ রোড, নতুন দিল্লি -১১০০০১, পৃষ্ঠা – ২৫
১৩। তদেব, পৃষ্ঠা - ৩৯
১৪। গঙ্গোপাধ্যায়, অনিলবরণ : (সম্পাদিত) রামানন্দ যতি - বিরচিত চণ্ডীমঙ্গল, কলিকাতা বিশ্ববিদ্যালয়, ১৯৬৯, পৃষ্ঠা - ১০২
১৫। তদেব, পৃষ্ঠা - ১০২
১৬। তদেব, পৃষ্ঠা - ১১৯
১৭। তদেব, পৃষ্ঠা - ১৬০