Promoter of Equality and Humanism : Kazi Nazrul islam/ সাম্য মানবতাবাদের প্রচারক : কাজী নজরুল ইসলাম

Authors

  • Mousumi Debnath অতিথি অধ্যাপিকা, বাংলা বিভাগ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ, বিলোনিয়া, ত্রিপুরা Author

Keywords:

  • কাজী নজরুল ইসলাম,
  • মানবদরদী কবি,
  • সর্বহারা,
  • বিজলী,
  • সিন্ধু হিন্দোল

Abstract

কাজী নজরুল ইসলাম সম্পর্কে সুকুমার সেন লিখেছেন—

“অসহযোগ আন্দোলন বাঙ্গালা সাহিত্যের ক্ষেত্রে যতটুকু আলো, যতটুকু ভালো, যতটুকু মুক্তি আনিয়াছিল তাহা নজরুলের কবিতা গানের দ্বারা অনেক অংশে সম্ভাবিত হইয়াছিল।”

বাংলা সাহিত্যের আকাশে কালজয়ী এক উজ্জ্বল নক্ষত্র হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তাঁর কবিতায় যে বিদ্রোহী মনোভাব ফুটে উঠেছে তা শুধু ইংরেজদের বিরুদ্ধে নয়, ধর্ম, সমাজ, রাষ্ট্র কিংবা পরাধীনতার গোঁড়ামির বিরুদ্ধেও। যার প্রতিফলন আমরা তাঁর বিভিন্ন কবিতার মধ্যে লক্ষ করতে পারি। প্রকৃতপক্ষে কাজী নজরুল ইসলাম ছিলেন এক মানবদরদী কবি। এই মানবদরদী কবির জন্ম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে ১৮৯৯ সালে ২৪শে মে। তাঁর জন্ম হয় এক শিক্ষিত মুসলিম নিন্মবিত্ত পরিবারে এবং অভাব ছিল তাঁদের নিত্যসঙ্গী। আর এই অভাবকে সঙ্গে করেই তিনি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে বড় হয়েছিলেন এক ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। কবির পিতা কাজী ফকির আহমেদ এবং মাতা জাহেদা খাতুন। কাজী ফকির আহমেদের চার পুত্রের অকাল মৃত্যুর পর নজরুলের জন্ম। এই জন্যই নজরুলের ডাক নাম রাখা হয় দুখুমিঞা। এই দুখুমিঞাই একদিন হয়ে উঠেন বাংলা সাহিত্যের এক অমর প্রতিভাশালী কবিসাহিত্যিক। 

Downloads

Download data is not yet available.

References

১. সেন, সুকুমার, ‘বাঙ্গালা সাহিত্যের ইতিহাস’ (পঞ্চম খণ্ড), আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, সপ্তম মুদ্রণ-আগস্ট, ২০১৩, পৃ. ৩০১

২. ইসলাম, কাজী নজরুল, ‘সঞ্চিতা’, ‘কান্ডারী হুশিয়ার’, ডি. এম. লাইব্রেরি, কলকাতা, ১৪১৫, পৃ. ৬০

৩. ঐ, পৃ. ৬৭

৪. ঐ, পৃ. ৭১

৫. ঐ, পৃ. ৬০

৬. ঐ, পৃ. ১

৭. ঐ, পৃ. ৬

৮. ঐ, পৃ. ৬৯

৯. ঐ, পৃ. ৭০

১০. ঐ, পৃ. ৭১

১১. ঐ, পৃ. ৭৮

১২. ঐ, পৃ. ৭৮

১৩. ঐ, পৃ. ১৩৮

Downloads

Published

2025-08-15

Issue

Section

Articles

How to Cite

Promoter of Equality and Humanism : Kazi Nazrul islam/ সাম্য মানবতাবাদের প্রচারক : কাজী নজরুল ইসলাম . (2025). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 5(3), 82-86. https://tirj.org.in/tirj/article/view/10