Ashapurna Debir Upannyas ‘Pratham Pratishruti’, ‘Subarnalata’, ‘Bakulkatha’, Banam Narimuktir Chetana/ আশাপূর্ণা দেবীর উপন্যাস ‘প্রথম প্রতিশ্রুতি’, ‘সুবর্ণলতা’, ‘বকুলকথা’ বনাম নারীমুক্তির চেতনা
Keywords:
- সুবর্ণলতা,
- আশাপূর্ণা দেবী,
- ত্রয়ী উপন্যাস,
- সত্যবতী
Abstract
নারীর প্রকৃত অবস্থান কি এই সমাজে, কী তার তাৎপর্য আর কী বা তার উত্তরণের সম্ভাবনা—বিদেশি তাত্ত্বিকদের পাশাপাশি ভারতীয় এবং বিশেষভাবে বাঙালি চিন্তাবিদেরা সে সব ভেবেছেন। উনবিংশ-বিংশ শতকের সামাজিক ইতিহাস পর্যালোচনা করে নারীর সামাজিক অবস্থান সংক্রান্ত যেসব তথ্য আমরা পাই, আশাপূর্ণা দেবী সেইসব তথ্যকেই কাহিনী ও জীবনের রসে জারিত করে ‘সত্যবতী’, ‘সুবর্ণলতা’ ও ‘বকুল’-এর মধ্য দিয়ে নারী মুক্তির চেতনাকে আত্মমর্যাদার দর্শনে জাগিয়ে তুলতে চেয়েছেন এবং তাঁর এই ত্রয়ী উপন্যাস উপস্থিত করেছেন—‘প্রথম প্রতিশ্রুতি’, ‘সুবর্ণলতা’, ‘বকুলকথা’।
Downloads
References
১। দেবী, আশাপূর্ণা, বকুলকথা, মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ, তেতাল্লিশ মুদ্রণ, জ্যৈষ্ঠ ১৪২৫, পৃষ্ঠা-ভূমিকা।
২। দেবী, আশাপূর্ণা, প্রথম প্রতিশ্রুতি, মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ, আটষট্টিতম মুদ্রণ, আষাড় ১৪২২,
পৃষ্ঠা-২
৩। তদেব, পৃষ্ঠা-২৭।
৪। তপোধীর ভট্টাচার্য, মননে ও সাহিত্যে, পুস্তকবিপণি, প্রথম প্রকাশ, জানুয়ারী ২০০৭, পৃষ্ঠা-২৫৯।
৫। দে, ড. রীনা (সম্পাদনা), প্রতিবাদী চেতনা, পৃষ্ঠা-১৬৬।
৬। তদেব, পৃষ্ঠা-১৬৬।
৭। দেবী, আশাপূর্ণা, বকুলকথা, মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ, তেতাল্লিশ মুদ্রণ, জ্যৈষ্ঠ ১৪২৫, পৃষ্ঠা-ভূমিকা।
৮। দেবী, আশাপূর্ণা, সুবর্ণলতা, মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ, একান্ন মুদ্রণ, আশ্বিন ১৪২৫, পৃষ্ঠা-৪৩০।
৯। ভট্টাচার্য্য, তপোধীর, মননে ও সাহিত্যে, পুস্তকবিপণি, প্রথম প্রকাশ, জানুয়ারী ২০০৭, পৃষ্ঠা-২৫৪।
১০। ভট্টাচার্য্য, তপোধীর, মননে ও সাহিত্যে, পুস্তকবিপণি, প্রথম প্রকাশ, জানুয়ারী ২০০৭, পৃষ্ঠা-২৬০।