Sunil Gangopadhyay and his exceptional detective series – ‘Kakababu’/ সুনীল গঙ্গোপাধ্যায় এবং তাঁর ব্যতিক্রমী গোয়েন্দা সিরিজ – ‘কাকাবাবু’
detective series – ‘Kakababu
Keywords:
- কাকাবাবু ও সন্তু,
- রাজা রায়চৌধুরী,
- সুনীল ও কাকাবাবু,
- অ্যাডভেঞ্চার কাহিনি,
- কাকাবাবু চরিত্র,
- ব্যতিক্রমী গোয়েন্দা চরিত্র
Abstract
সারা বিশ্বের সকল শ্রেণীর পাঠকদের কাছে গোয়েন্দা সাহিত্যের জনপ্রিয়তা প্রশ্নাতীত হলেও গোয়েন্দা তথা রহস্য-রোমাঞ্চধর্মী সাহিত্যকে মূলধারার সাহিত্যের পাশে একাসনে স্থান দিতে সংকোচ বোধ করেন অনেক সাহিত্যিক-সমালোচক। তবু উন্নাসিক সেই সাহিত্যিক-সমালোচকদের একপ্রকার তোয়াক্কা না করেই বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্যিকদের হাতে রচিত হয়েছে বিখ্যাত সব গোয়েন্দা চরিত্রের। বাংলা সাহিত্যের সেরকমই একটি প্রসিদ্ধ গোয়েন্দা চরিত্র হল কাকাবাবু ওরফে রাজা রায়চৌধুরী। রবীন্দ্র-পরবর্তী বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় এই চরিত্রটির রচয়িতা। পাঠকের অত্যন্ত পছন্দের এই গোয়েন্দা-কাকাবাবুর চরিত্রের নানা উল্লেখযোগ্য দিক; পেশাদার গোয়েন্দা, আর্মচেয়ার গোয়েন্দা, শখের গোয়েন্দাদের পাশে কাকাবাবু কোথায় আলাদা, তিনি কি আদৌ গোয়েন্দা নাকি শুধুই অ্যাডভেঞ্চারার, চরিত্রটি সৃষ্টির পিছনে লেখকের মনে কী জাতীয় উৎস এবং প্রেরণা ক্রিয়াশীল ছিল, আর পাঁচটা রহস্য-রোমাঞ্চধর্মী গল্পের তুলনায় নতুন কোন বার্তা বা জীবনবোধের কথা নিয়ে আসে কাকাবাবুর গল্প-উপন্যাসগুলি, চরিত্রটির সৃষ্টি ও স্রষ্টা কোথায় এক হয়ে গিয়েছেন, দুজনের চারিত্রিক এবং মানস গঠনে কোনো সাজুয্য দেখা যায় কিনা প্রভৃতি প্রসঙ্গগুলিই আলোচনার বিষয় হয়ে উঠেছে আলোচ্য প্রবন্ধে।
Downloads
References
১. ভাদুড়ী, পিনাকী. (১৪২০). বাংলা গোয়েন্দা কাহিনি : একটি যথাসাধ্য খতিয়ান. কোরক. প্রাক শারদ সংখ্যা. পৃ. ৯
২. ঘাটী, রতনতনু. (২০১৩). তাঁর কিশোর সাহিত্য বৈচিত্র্যে ভাস্বর. বইয়ের দেশ. এবিপি প্রাঃ লিমিটেড. পৃ. ৮৪
৩. চক্রবর্তী, সুমিতা. (১৪২০). কাকাবাবু কি ডিটেকটিভ?, কোরক. প্রাক শারদ সংখ্যা. পৃ. ২৩১
৪. দে, সুভাষ. (২০০৭). রবীন্দ্রনাথ সুনীল গাঙ্গুলি এবং তিন জোড়া লাথি. বলাকা. ১৬ বর্ষ, ২৬ সংখ্যা।
৫. গঙ্গোপাধ্যায়, সুনীল. (১৯৯৩). ভূমিকা. কাকাবাবু সমগ্র ১. আনন্দ পাবলিশার্স প্রাঃ লিমিটেড।
৬. গঙ্গোপাধ্যায়, সুনীল. (১৯৯২). সাবধান. কবিতা সমগ্র ১. আনন্দ পাবলিশার্স প্রাঃ লিমিটেড. পৃ. ৬৪
৭. মুখোপাধ্যায়, শরৎকুমার. (২০১৩). সুনীল গঙ্গোপাধ্যায়ের বন্ধুত্ব. শতমুখে সুনীল গঙ্গোপাধ্যায়. সাহিত্যম. পৃ. ৬৮-৬৯
৮. গঙ্গোপাধ্যায়, সুনীল. (১৯৯৩). খালি জাহাজের রহস্য, কাকাবাবু সমগ্র ১. আনন্দ পাবলিশার্স প্রাঃ লিমিটেড. পৃ. ৩২৪
৯. গঙ্গোপাধ্যায়, সুনীল. (১৯৯৪). উল্কা রহস্য. কাকাবাবু সমগ্র ৩. আনন্দ পাবলিশার্স প্রাঃ লিমিটেড. পৃ. ২০১
১০. গঙ্গোপাধ্যায়, সুনীল. (১৯৯৪). উল্কা রহস্য. কাকাবাবু সমগ্র ৩. আনন্দ পাবলিশার্স প্রাঃ লিমিটেড. পৃ. ২১১
১১. গঙ্গোপাধ্যায়, সুনীল. (১৯৯৬). কাকাবাবু বনাম মূর্তিচোর. ছোটদের বাছাই গল্প. রূপায়ণী. পৃ. ২০