Nature's lessons in reading the poetry of poet Jibanananda Das/ কবি জীবনানন্দ দাশের কবিতা পাঠে প্রকৃতির শিক্ষা
Keywords:
- জীবনানন্দ,
- পৃথিবী,
- প্রকৃতি,
- প্রাকৃতিক উপাদান,
- অরণ্য,
- চেতনা জগৎ,
- আকাশ
Abstract
জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৭ ফেব্রুয়ারি, বর্তমানে বাংলাদেশের অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং ১৯৫৪ খ্রিষ্টাব্দের ২২শে অক্টোবর কোলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। কবি জীবনানন্দ দাশ তার কবিতায় নিসর্গ প্রকৃতির বর্ণনা করেছেন। কবির প্রকৃতি ভাবনার মধ্যে এসেছে নদ-নদী, গাছ, ফুল, ফল, পশু, পাখি, আকাশ, মাটি, শিশির, কুয়াশা ইত্যাদির মতো বিভিন্ন জীব ও জড়ো উপাদান। তিনি তার বিভিন্ন কবিতার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন - প্রকৃতি যেমন ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার চেহারার বদল ঘটায়, তেমনি মানব মনের মধ্যেও আলাদা আলাদা অনুভূতির বহিঃপ্রকাশ ঘটে ঋতু পরিবর্তনের সাথে সাথে। এক একটি ঋতু মানব মনের মধ্যে এক এক রকমের অনুভূতির সৃষ্টি করে তিনি তার কবিতার প্রতিটি মুহূর্তে তা উপস্থাপন করার চেষ্টা করেছেন। গ্রীষ্ম-বর্ষা-শরৎ-হেমন্ত-শীত ও বসন্ত প্রতিটি ঋতুর রূপ, রস, গন্ধ ও বৈচিত্র লক্ষ্য করে কবি জীবনানন্দ দাশ তার কবিতায় প্রকৃতির সৌন্দর্যকে সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন তার লেখনীর চিন্তা ভাবনার মধ্যে। প্রতিটি ঋতুর ক্ষণ ও সময়কে তিনি নানা উপমা দিয়ে তার কবিতায় তুলে ধরেছেন, অর্থাৎ বলা যায় কবি জীবনানন্দ দাশের কবিতা পাঠের মাধ্যমে প্রকৃতির বিভিন্ন উপাদান সম্পর্কে সহজেই জ্ঞানলাভ করা যায় এবং এর সাথে সাথে গ্রাম বাংলার সামগ্রিক বৈশিষ্ট সম্পর্কে সহজেই সুস্পষ্ট একটা ধারণা পাওয়া যায়। জীবনানন্দের কবিতা পাঠের মাধ্যমে শিশুরা তার শিশু পাঠের উপযোগী ঋতু গত বৈচিত্র, প্রকৃতির বিভিন্ন উপাদান সম্পর্কে যথাযথ শিক্ষা গ্রহণ করে থাকে, এর মাধ্যমে শিশু তার শিক্ষা অর্জনের পথ আরো সহজ হয়ে উঠে। শ্রেণী কক্ষে শিক্ষকরা জীবনানন্দ দাশের কবিতা পাঠ দানের মাধ্যমে সহজেই প্রকৃতির বিভিন্ন উপাদান সম্পর্কে শিক্ষা প্রদান করে থাকেন শিশুদের মধ্যে অনাবিল আনন্দের মাধ্যমে।
Downloads
References
১. জীবনানন্দের চেতনা জগৎ, প্রকাশক - শ্রী তপনকুমার ঘোষ, মুদ্রক-জয়দুর্গা প্রেস, ৫৩ রাজা দীনেন্দ্র স্ট্রীট, কলকাতা -৯, প্রথম মুদ্রণ - অগ্রাহন, ১৩৫৯, পৃ. ৭
২. জীবনানন্দ, দাশ : প্রেম ও প্রকৃতির বিশ্বজনীন কবি, সৈয়দা আইরিন জামান, প্রকাশনা - সমকাল, প্রকাশ (অনলাইন), ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:০০, পৃ. ১, সহায়ক লিঙ্ক - https://samakal.com/kaler-kheya/article/97280/
৩. চট্টোপাধ্যায়, তপনকুমার (সম্পাদনা), আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস (আধুনিক যুগের সূচনা থেকে ২০০০ খ্রী: পর্যন্ত), প্রকাশনা - প্রজ্ঞাবিকাশ, কলকাতা-৭০০০০৯, চতুর্থ সংস্করন, আগস্ট -২০১১, পৃ. ৪৩৮
৪. A. NORMAN JEFFARES : Yeats Selected Poetry, Radha Publishing House; Calcutta, Indian Edition-2008/Page No. 85
৫. সৈয়দ, আব্দুল মান্নান (সংকলিত ও সম্পাদিত), কবিতা সমগ্র-জীবনানন্দ দাশ, অবসর প্রকাশনা; ঢাকা-১১০০, তৃতীয় মুদ্রণ, মার্চ, ২০০৫, পৃ. ১১২
৬. দাশ, জীবনানন্দ, রূপসী বাংলা, রচনাকাল মার্চ ১৯৩২, প্রথম সংস্করণ, আগস্ট, ১৯৫৭, প্রকাশক - দিলীপ কুমার গুপ্ত, প্রকাশনা - সিগনেট প্রেস, কোলকাতা - ২০, পৃ. ১২