The Cultural Landscape of the Lower Ganges Coastal Region in the Early Medieval Period/ আদি-মধ্যযুগে নিম্ন গাঙ্গেয় উপকূলের সাংস্কৃতিক পরিমণ্ডল
Keywords:
- আদিগঙ্গা,
- আঞ্চলিক ইতিহাস,
- সমাজ,
- পৌন্ড্রক্ষত্রিয়,
- গোত্র,
- সত্যনারায়ন,
- মধ্যযুগ,
- দক্ষিণবঙ্গ
Abstract
একদা অনার্যদের বাস বলে আর্যদের দ্বারা পরিত্যক্ত ছিল বাংলার বিশাল অঞ্চল। ভগীরথের ‘গঙ্গা আনয়ন বৃত্তান্ত’কে যদি আমরা দক্ষিণবঙ্গে আর্য সভ্যতার বিকাশ বলে মনে করি তাহলে বুঝতে হবে মহাভারতের পর্ব থেকে এই অঞ্চলটি আর্য সংস্কৃতির সংস্পর্শে এসেছিল। মৌর্য–গুপ্ত-পাল-সেন এবং মুসলমানদের সংস্পর্শে এসে একদা গঙ্গার মূল ধারা অধুনা লুপ্ত আদি গঙ্গার তীরবর্তী অঞ্চলে বিভিন্ন জাতির-বিভিন্ন মানুষের-বিভিন্ন বর্ণের সংস্পর্শে এসেছিল। আঞ্চলিক দেবদেবী-লোকাচার, আর্য সংস্কৃতি এবং সুফি ভাবাদর্শের সংমিশ্রণের ফলে এই অঞ্চলে এক মিশ্র সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে উঠেছিল, একদিকে যেমন বাণিজ্যের উন্নতি, উন্নত সভ্যতার বিকাশ, বিদ্যোৎসাহী পরিমণ্ডল গড়ে উঠেছিল তেমনি এক মিশ্র বর্ণ ব্যবস্থা ও জাতি ব্যবস্থা গড়ে উঠেছিল যার ফলে আমরা এই অঞ্চলে এক উন্নত সাংস্কৃতিক পরিমণ্ডল ও এক উদার ধর্মীয় পরিমণ্ডল দেখতে পাবো।
Downloads
References
১. হালদার, বিমলেন্দু, দক্ষিণ 24 পরগনার কথ্য ভাষা ও লোকসংস্কৃতির উপকরণ, দীপালী বুক হাউস, 15 আগস্ট 1999, পৃ. ১৫
২. ‘‘ইমাঃ প্রজাস্তিস্রো অত্যায় মায়ং স্তানীমানি বয়াংসি বঙ্গা মগধাশ্চের পাদান্যান্যা অকর্মভিতো বিবিস্র ইতি’। ঐতরেয় আরণ্যক ২।১।১।”
৩. “অঙ্গবঙ্গকলিঙ্গেষ, সৌরাষ্ট্রমগধেষু চ।”
৪. “দ্রাবিড়াঃ সিন্ধ সৌবীরাঃ সৌরাষ্ট্রা দক্ষিণাপথাঃ বঙ্গাঙ্গমাগধা মৎস্যাঃ সমদ্ধাঃ কাশিকোশলাঃ॥ তন্ত্র জাতং বহদ্ৰবাং ধনধান্যমজাবিকম্। ততো ঘৃণীধি কৈকেয়ি! যদযত্নং মনসেচ্ছসি॥” রামায়ণ, অযোধ্যা কান্ড, ১০ স, ৩৭:৩৮
৫. “ততঃ পন্ড্রাধিপং বীরং বাস, দেবং মহাবলম্। কৌশিকীকচ্ছনিলরং রাজানঞ্চ মহৌজসম| উভৌ বলভাতৌ বীরাবভৌ তীব্রপরাক্রমৌ। নিজ্জি ত্যাজৌ মহারাজ বঙ্গরাজম পাদ্রবৎ॥ সমদ্রসেনং নিজ্জিত চন্দ্রসেনঞ্চ পার্থিবম্। তাম্রলিপ্ত রাজানং কৰ্ধটাধিপতিং তথা॥” মহাভারত, সভা পর্ব, ৩০′২২-২৪
“স সাগরং সমাসাদ্য গঙ্গায়াঃ সঙ্গমে নপা। নদীশতানাং পঞ্চানাং মধ্যে চক্রে সমাপ্লবম, ততঃ সমদ্রতীরেণ জগাম বসধাধিপঃ। ভ্রাতভিঃ সহিতো বীরঃ কলিঙ্গান, প্রতি ভারত॥” মহাভারত, বন পর্ব, ১২৪ অ৷
“অঙ্গো বঙ্গঃ কলিগশ্চ পণ্ড্ৰঃ সংহ্মশ্চ তে সতাঃ৷ তেষাং দেশাঃ সমাখ্যাতাঃ স্বনামকথিতা ভাবি|” মহাভারত, আদি পর্ব, ১০৩ অ।
৬. BANGALIR Itihas AADI PARBA by NIHARRANJAN Roy, দে’জ পাবলিশিং, পৃ. 67
৭. রায়, নিহাররঞ্জন, বাঙালী ইতিহাসের আদিপর্ব, দে’জ পাবলিশিং, পৃ. 76
৮. History of ancient Bengal, R. C. Majumdar, G. Bhardwaj & Co, june, 1971, p. 488
৯. চট্টোপাধ্যায়, সাগর, দক্ষিণ 24 পরগনা জেলার পুরাকীর্তি, প্রত্নতত্ত্ব সংগ্রহশালার অধিকার তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার, 2005
১০. Majumdar, Susmita Basu, Kalighat Hoard – The first Gupta Hoard from India, Library of Nimismatic Studies, 1 January 2014
১১. ibid, পৃ. 486
১২. Ibid, পৃ. 478
১৩. সুন্দরবনের সংস্কৃতি ও প্রত্ন ভাবনা, নব চলন্তিকা, 10 মে 2010, পৃ. 39
১৪. DWIPOBHUMI SUNDARBAN, Edited by Barendu Mandal, পৃ. 95
১৫. সুন্দরবনের সংস্কৃতি ও প্রত্ন ভাবনা, নব চলন্তিকা, 10 মে 2010, পৃ. 84