Contradictions, multiformity of existence, and transcendence of consciousness in Jibanananda's poetry/ জীবনানন্দের কবিতায় দ্বন্দ্ববোধ, অস্তিত্বের বহুরূপতা ও চৈতন্যের উত্তরণ

Authors

  • Dr. Achinta Majee সহকারী অধ্যাপক চিত্ত মাহাতো মেমোরিয়াল কলেজ, জার্গো, পুরুলিয়া Author

Keywords:

  • কবিতায় দ্বন্দ্ববোধ,
  • চৈতন্যের জাগরণ,
  • অস্তিত্বের বহুমাত্রাকে অন্বেষণ,
  • সত্তার উত্তরণ

Abstract

জীবনানন্দের কবিতায় দ্বন্দ্ববোধ তাঁর কবিতাকে দিয়েছে অদ্ভুত এক ব্যাপ্তি এবং গভীরতা। তাঁর কবিতার অন্তর্গত দ্বন্দ্বের বিন্যাসে আমরা পাই মানব চৈতন্যের বহুধা বিচ্ছুরণ, মূল্যবোধকে জাগিয়ে রাখার আশ্চর্য আলোকরেখা, বৃহত্তর পৃথিবীর পরিধিতে শাশ্বত মানবকণিকাকে প্রতিস্থাপনের অভিলাষ। সাম্প্রতিকের বিষবাষ্প এবং ক্লেদ প্রতিমুহুর্তে সত্তার ভেতরে নিহিত থাকা নান্দনিক সুষমাকে ধ্বস্ত করে দিচ্ছে। কবি টের পাচ্ছেন অজস্র গরমিলের মাঝে লুকোনো গরল, অস্তিত্বের ভেতরে তার গোপন গ্রাস তছনছ করে দিচ্ছে সমস্ত সামঞ্জস্য। কবির চৈতন্য এই সার্বভৌম আলোড়নে আহত হয়ে দ্বন্দ্বের ভেতর দিয়েই পেতে চাইছে কোনো স্থিতির ভূমি। কবির অন্বেষণ তাই ধাবিত হয় সাম্প্রতিকের বাস্তবকে আত্মস্থ করে অতীত ও ঐতিহ্যের সরণি বেয়ে স্থবিরতার বিপরীতে মানবতাকে জাগানোর আয়োজনের অভিমুখে। প্রেম ও প্রকৃতিকে সন্ধানের সাধারণ সমীকরণের বাইরে তাঁর বোধ নতুন অঙ্গীকারের অঙ্গারে নিষিক্ত হয়ে ওঠে। এই অন্বেষণের স্পর্শেই জাগ্রত চৈতন্য অপরূপ শান্তির দিকে অগ্রসর হয়। আমাদের আলোচনা দ্বন্দ্বের বিন্যাসে জাত এই চৈতন্যের অন্বেষণের বহুরূপতা ও সত্তার পরিক্রমণের গন্তব্যটি।

Downloads

Download data is not yet available.

References

১. দাশ, জীবনানন্দ, ‘কবিতার কথা’, কবিতার কথা, সিগনেট প্রেস, কলকাতা, পৃ. ৯

২. বন্দ্যোপাধ্যায়, সরোজ, ‘সময় গ্রন্থির কবি জীবনানন্দ’, বাংলা কবিতার কালান্তর, দেজ পাবলিশিং, কলকাতা, ২০০৮, পৃ. ১৫৭

৩. বন্দ্যোপাধ্যায়, হিমবন্ত, ‘অনুমেয় উষ্ণ অনুরাগে-আট বছর আগের একদিন’, আমার জীবনানন্দ, বঙ্গীয় সাহিত্য সংসদ, কলকাতা, ১৪১৫ পৃ. ৮৬

Downloads

Published

2025-03-10

Issue

Section

Articles

How to Cite

Contradictions, multiformity of existence, and transcendence of consciousness in Jibanananda’s poetry/ জীবনানন্দের কবিতায় দ্বন্দ্ববোধ, অস্তিত্বের বহুরূপতা ও চৈতন্যের উত্তরণ . (2025). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 5(1), 97-105. https://tirj.org.in/tirj/article/view/235