Shamim Rezar Kabitay Bipanna Gacher Katha/ শামীম রেজার কবিতায় বিপন্ন গাছের কথা

Authors

  • Abhishek Mondal গবেষক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় Author

Keywords:

  • শামীম রেজা,
  • কবিতা,
  • বিপন্ন গাছের কথা

Abstract

গাছ, প্রাণী ও মানুষের সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার দরকারি পারিপার্শ্বিক অবস্থা হল পরিবেশ। এই পরিবেশের বিভিন্ন প্রাকৃতিক উপাদানগুলির মধ্যে গাছের প্রত্যক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নয়ের দশকের কবি শামীম রেজার কবিতায় গাছের কথা এসেছে বারবার। কবি শামীম লেখেন –

‘‘আমাকে অতদূর ব্রহ্মাণ্ডের ইসকুলে/ খুঁজতে যেও না প্রিয়তমা, বৃক্ষের পাঁজরে লেখা আছে/ আমার আপন ঠিকানা।’’

গাছ শামীমের বন্ধু-আত্মীয়। গাছের কাছে গেলে কবি শামীমের মন অপার প্রশান্তিতে ভরে ওঠে। গাছের মৃত্যু তাঁর কাছে প্রিয়জনের বিয়োগ ব্যাথার সমান। কবি নিজেকে বলেন –

‘‘নিঃসঙ্গ শিশুবৃক্ষ আমি।’’ 

আসলে কবির আত্মার আত্মীয় গাছ। এই গাছের কাছে সভ্যতার যে ঋণ তা পরিশোধ হবার নয়। গাছ মায়ের মতো আমাদের জীবনকে আগলে রাখে। গাছের প্রতি গভীর ভালোবাসা থেকেই কবি শামীম রেজা বারবার গাছ হয়ে জন্মাতে চান –

‘‘কতবার ভেবেছি উদ্ভিদজন্ম হতো যদি, তোমার জলে,/ অবগাহন শেষে পুনঃপুনঃ জন্ম নিত কবি।’’

Downloads

Download data is not yet available.

References

১. রেজা, শামীম, কবিতা সংগ্রহ-১, ব্রহ্মাণ্ডের ইসকুল, চৈতন্য, সিলেট, একুশে বইমেলা-২০১৮, পৃ. ১৬৮

২. তদেব, পৃ. ১৪৭

৩. তদেব, দেবতা এক মুখোশের নাম, এক সংখ্যক কবিতা, পৃ. ১৩৩

8. ঠাকুর, রবীন্দ্রনাথ, গল্পগুচ্ছ, বলাই, বিশ্বভারতী গ্রন্থনবিভাগ, কলকাতা, শ্রাবণ ১৩৮৯, পৃ. ৭৬৮

৫. ঠাকুর, রবীন্দ্রনাথ, ছিন্নপত্রাবলী, ৭৪ সংখ্যক পত্র, বিশ্বভারতী গ্রন্থনবিভাগ, কলকাতা, পৃ. ১১৫

৬. রেজা, শামীম, কবিতা সংগ্রহ-১, কিশোরী ও আমরা কতিপয় জীবাশ্ম, নালন্দা দূর বিশ্বের মেয়ে, চৈতন্য, সিলেট, একুশে বইমেলা-২০১৮, পৃ. ৭৩

৭. তদেব, ব্রহ্মাণ্ডের ইসকুল, পৃ. ১৫২

৮. ঠাকুর, রবীন্দ্রনাথ, পল্লীপকৃতি, রবীন্দ্র রচনাবলী এয়োদশ খণ্ড, জন্মশতবার্ষিক সংস্করণ, পশ্চিমবঙ্গ সরকার, ১৩৬৮, পৃ. ৫৩১

৯. রেজা, শামীম, কবিতা সংগ্রহ-১, বিশ্বস্ত আঁধার ও প্রতারক আলো, পাথরচিত্রে নদীকথা, চৈতন্য, সিলেট, একুশে বইমেলা-২০১৮, পৃ. ৩১

১০. তদেব, ওসালিয়া, আদিপূর্ব, পৃ. ২৯

১১. তদেব, মানুষ ও নিমশ্বাস, পাথরচিত্রে নদীকথা, পৃ. ৩৯

১২. তদেব, সাতচল্লিশ সংখ্যক কবিতা, যখন রাত্তির নাইমা আসে সুবর্ণনগরে, পৃ. ১২৫

১৩. ঘোষ, শৈলশ্বর, শ্রেষ্ট কবিতা, বিস্ফোরণ, দে’জ, কলকাতা-৭৩, জানুয়ারি ২০১২, পৃ. ২৪১

১৪. সেনগুপ্ত, সমীর সম্পা, শক্তি চটোপাধ্যায়, সমীর সেনগুপ্ত, ওরা মানুষের থেকে বড়ো হয়ে আছে, বসুমতী কর্পোরেশন লিমিটেড, কলকাতা-১২, পৃ. ১০৯

১৫. আজাদ, রফিক, কবিতাসমগ্র, অন্তিম প্রার্থনা, ক্ষমা করো বহমান হে উদার অমেয় বাতাস (১৯৯২), অনন্যা, ৩৮/২ বাংলাবাজার, ঢাকা-১১০০, মার্চ ২০১৬, পৃ. ৩৫১

১৬. রেজা, শামীম, কবিতা সংগ্রহ-১, বিশ সংখ্যক কবিতা, যখন রাত্তির নাইমা আসে সুবর্ণনগরে, চৈতন্য, সিলেট, একুশে বইমেলা ২০১৮, পৃ. ১০৫

১৭. তৈয়্যব, ফয়েজ আহমদ, বাংলাদেশের পানি, পরিবেশ ও বর্জ্য, বনভূমি কমছে আশঙ্কাজনক হারে, আদর্শ, ঢাকা ১১০০, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, পৃ. ৩৪

Downloads

Published

2025-03-10

Issue

Section

Articles

How to Cite

Shamim Rezar Kabitay Bipanna Gacher Katha/ শামীম রেজার কবিতায় বিপন্ন গাছের কথা . (2025). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 5(1), 164-169. https://tirj.org.in/tirj/article/view/240