The Story of Harishankar Jaldas: The Social Status of Lower-Class Women/ হরিশংকর জলদাসের গল্প : নিম্নবর্গীয় নারীর সামাজিক অবস্থান

Authors

  • Gobinda Roy গোবিন্দ রায় গবেষক, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় Author

Keywords:

  • নিম্নবর্গ,
  • নিম্নবর্গ ও নারী,
  • দইজ্যা বুইজ্যা,
  • দুলারি এবং কয়েকজন,
  • কুন্তীর বস্ত্রহরণ,
  • চিঠি

Abstract

আদিকাল থেকেই ভারতীয় সমাজ ব্যবস্থা শ্রেণীবিভাজিত এই শ্রেণী বিভাজিত সমাজ আবার অর্থনৈতিক ও সামাজিক প্রভাব প্রতিপত্তিতে উচ্চবর্গ ও নিম্নবর্গ এই দুই ভাগে বিভক্ত বিংশ শতাব্দীর আশি দশক থেকেই বাংলা সাহিত্যে নিম্নবর্গীয় জীবন নিয়ে সাহিত্যচর্চার জোয়ার আসে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় এক অর্থে নারীরাও নিম্নবর্গ কেননা নারী পুরুষের দ্বারা প্রতিনিয়ত লাঞ্ছিতা, নিপীড়িতা ও শোষিতা

বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ থেকে শুরু করে মধ্যযুগের সাহিত্যেও নিম্নবর্গীয় নারীর জীবন সংগ্রামের কথা বলা হলেও তা ছিল মূলত পুরুষতান্ত্রিক সমাজে নারীর ক্ষমতায়নের খন্ড চিত্র মাত্র। নিম্নবর্গীয় জীবন তথা নিম্নবর্গ নারীদের কথা বাংলা সাহিত্যে প্রত্যক্ষ ভাবে উঠে আসতে শুরু করে বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে এই সময় পর্বে একঝাঁক কথাসাহিত্যিক তাদের কথাসাহিত্যে নিম্নবর্গীয় নারীদের জীবন চিত্র সাহিত্যের পাতায় তুলে ধরেন এপার বাংলার পাশাপাশি ওপার বাংলার কথাসাহিত্যেও এই নিম্নবর্গীয় নারীদের জীবন সংগ্রামের চিত্র ফুটে ওঠে ওপার বাংলার জীবন দরদী শিল্পী হরিশংকর জলদাস নিম্নবর্গীয় নারীদের জীবনের চরম ব্যার্থতা, বেদনা, হতাশা, আশা নিরাশার ছবিকে অত্যন্ত দক্ষতার সাথে ছোটগল্পে রূপদান করেছেন এই নিম্নবর্গীয় ব্রাত্য নারীদের জীবন সংগ্রামের পরিচয়টি গল্পকার হরিশংকর জলদাসের ছোটগল্পে কীভাবে সামাজিক ও আর্থিক প্রেক্ষিতে ফুটে উঠেছে তা এই আলোচনায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।   

Downloads

Download data is not yet available.

References

১. জলদাস, হরিশংকর, ‘কৈবর্ত কথা, একটি বর্ণচোরা পরামর্শ’, মাওলা ব্রাদার্স, ঢাকা, ফেব্রুয়ারি ২০০৯, পৃ. ৫৫

২. চক্রবর্তী, জাহ্নবী কুমার, ‘চর্যাগীতির ভূমিকা’, ডি.এম লাইব্রেরি, কলকাতা, মার্চ ২০০৫, পৃ. ২০৮

৩. জলদাস হরিশংকর, ‘গল্পসমগ্র ১’, ‘দইজ্যা বুইজ্যা’, মাওলা ব্রাদার্স , ঢাকা , ফেব্রুয়ারি ২০১৬, পৃ. ২৬

৪. জলদাস, হরিশংকর, ‘গল্পসমগ্র ১’, ‘সুবিমলবাবু’ মাওলা ব্রাদার্স, ঢাকা, ফেব্রুয়ারি ২০১৬, পৃ. ৩৬-৩৭

৫. জলদাস, হরিশংকর, ‘গল্পসমগ্র ১’, ‘চিঠি’, মাওলা ব্রাদার্স, ঢাকা, ফেব্রুয়ারি ২০১৬, পৃ. ১৩৬

৬. জলদাস, হরিশংকর, ‘গল্পসমগ্র ১’, ‘দুলারি এবং কয়েকজন’, মাওলা ব্রাদার্স, ঢাকা, ফেব্রুয়ারি ২০১৬ , পৃ. ৯৩

৭. জলদাস, হরিশংকর, ‘গল্পসমগ্র ১’, ‘কুন্তীর বস্ত্রহরণ’, মাওলা ব্রাদার্স, ঢাকা, ফেব্রুয়ারি ২০১৬, পৃ. ৩০৭

৮. তদেব, পৃ. ৩০৮

৯. তদেব, পৃ. ৩০৮

১০. তদেব, পৃ. ৩১৩ – ৩১৪

১১. মুহাম্মদ মহি, ‘হরিশংকর জলদাসের অন্তরঙ্গ কথা’, অবসর, ঢাকা, প্রথম প্রকাশ, ফেব্রুয়ারি ২০১৭, পৃ. ৮২

১২. তদেব, পৃ. ৯০

Downloads

Published

2025-03-10

Issue

Section

Articles

How to Cite

The Story of Harishankar Jaldas: The Social Status of Lower-Class Women/ হরিশংকর জলদাসের গল্প : নিম্নবর্গীয় নারীর সামাজিক অবস্থান. (2025). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 5(1), 289-293. https://tirj.org.in/tirj/article/view/255