Family Structure in Urban Life in Bengali Novels: Context Seventies/ বাংলা উপন্যাসে নগরজীবনে পারিবারিক কাঠামো : প্রসঙ্গ সত্তর দশক
Keywords:
- বাংলা উপন্যাস,
- নগরজীবন,
- পারিবারিক কাঠামো,
- সত্তর দশক
Abstract
সভ্যতা বিকাশের সূচনাপর্ব থেকে খাদ্য-বস্ত্র-বাসস্থানের চাহিদায় মানুষ জোটবদ্ধ হয়। একক মানুষ আপন নিরাপত্তার জন্য তৈরি করে দল, যা পরবর্তীকালে গোষ্ঠীজীবনের অঙ্গীভূত হয়ে পরিবারের আকার ধারণ করে। সমাজের মৌলিক কাঠামো রূপে এই পরিবার সমাজ ব্যবস্থার অপরিহার্য অঙ্গ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। সুনির্দিষ্ট একটি পারিবারিক কাঠামোর সঙ্গে সংযুক্তি বিধান করা ছিল মানুষের অস্তিত্বের প্রথম ও প্রধান পরিচয়। এই অস্তিত্বের স্বরূপ বা মূল কাঠামোটি নির্মিত হয়েছিল পরিবারের সদস্যদের নিয়ে – যারা আন্তঃসম্পর্কে পারস্পারিক ভাবে জড়িত। জৈবিকতার ভিত্তিতে একজন বিবাহিত পুরুষ তার স্ত্রী-সন্তানদের নিয়ে যে পরিবার গঠন করে, তাতে যুক্ত হয়ে যায় আরো অনেক সদস্য। যুগে যুগে এই কাঠামোর স্বরূপ বদলেছে, কিন্তু মূল বিষয়টি অক্ষত রয়ে গেছে।
Downloads
References
১. পাল, শ্রাবণী, পরিবর্তনশীল গ্রামসমাজ ও বাংলা উপন্যাস, কালের বিবর্তনে দুই বাংলার উপন্যাস, প্রথম প্রকাশ, ২৬ জানুয়ারি, ২০১৭, সম্পাদনা, সুব্রতকুমার পাল, প্রকাশক, শ্রী ভারতী প্রেস, ৮১/৩ এ রাজা এস সি মল্লিক রোড, কলকাতা – ৭০০০৪৭
২. মণ্ডল, সেলিম বক্স, ষাট-সত্তরের বাংলা উপন্যাসের গতিপ্রকৃতি, এবং প্রান্তিক, সম্পাদনা, আশিস রায়, ৮ম বর্ষ, ১৭তম সংখ্যা, ৩১ মে ২০২১, প্রকাশক, আশিস রায়, সারদাপল্লী, কলকাতা - ৭০০০১২
৩. ঘোষ, তপোবিজয়, সামনে লড়াই, নবজাতক প্রকাশন, প্রথম প্রকাশ, ১৩৬৭, প্রকাশক, মজাহারুল ইসলাম, এ-৬৪, কলেজ স্ট্রিট মার্কেট, কলিকাতা - ১২ পৃ. ১০১
৪. দেবী, মহাশ্বেতা, সত্তরের দশক ও তারপরে, সত্তর দশক (প্রথম খণ্ড), ৩য় মুদ্রণ, ২০১০, সম্পাদনা, অনিল আচার্য, অনুস্টুপ, ২য় নবীন কুণ্ডু লেন, কলকাতা – ৭০০০০৯, পৃ. ৪৮-৪৯
৫. দেবী, মহাশ্বেতা, হাজার চুরাশির মা, চতুবিংশ মুদ্রণ, এপ্রিল ২০২২, করুণা প্রকাশনী, প্রকাশক, বামাচরণ মুখোপাধ্যায়, ১৮ এ টেমার লেন, কলকাতা – ৭০০০০৯, পৃ. ৩০
৬. দেবী, মৈত্রেয়ী, ন হন্যতে, প্রাইমা পাবলিকেশন, ঊনত্রিংশ মুদ্রণ, জানুয়ারি, ২০২১, প্রকাশক, উপমা সেনগুপ্তা, সুকান্ত দাশগুপ্ত, ৮৯, মহাত্মা গান্ধী রোড, কলকাতা – ৭, পৃ. ৩০

