‘Puruliar lokobishbasher dharay dhormothakurer brot’/ পুরুলিয়ার লোকবিশ্বাসের ধারায় ‘ধর্মঠাকুরের ব্রত’
Keywords:
- পুরুলিয়া,
- লোকবিশ্বাস,
- ধর্ম ঠাকুরের ব্রত,
- নারীকেন্দ্রিক,
- শিবের ব্রত,
- মনসার ব্রত,
- গাজন ব্রত,
- ধর্মের ব্রত,
- শীতলার ব্রত
Abstract
পশ্চিমবঙ্গের এক প্রান্তিক জেলা ‘পুরুলিয়া’। জেলার লোকায়ত সমাজ জীবনে সারাবছরেই কোনো না কোনো উৎসব-পার্বণ লেগেই আছে। উৎসব-পার্বণ মানেই আচার-অনুষ্ঠানের পর্ব। দীর্ঘকাল ধরে পুরুলিয়া জেলার লোকজীবনে সামাজিক ও ধর্মীয় নানান আচার-অনুষ্ঠান পালিত হয়ে আসছে। এখানকার নর-নারীরা স্বতঃস্ফূর্তভাবে আচার-অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করে থাকেন। লোকাচার বিধি মেনেই নর-নারীরা উৎসব-পার্বণগুলি পালন করে থাকেন। জেলার উৎসব-পার্বণের একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে এখানকার ‘ব্রত’গুলি। ব্রত হল কোন কিছু কামনার উদ্দেশ্যে দেবতার কাছে প্রার্থনা জানিয়ে যে আচার-অনুষ্ঠান পালন করা হয় তাকে বলা হয় ব্রত।
Downloads
References
১. বসাক, শীলা, ‘বাংলার ব্রতপার্বণ’, আনন্দ পাবলিশার্স, কলকাতা, ১ম সংস্করণ, ১৯৯৮
২. ভট্টাচার্য, আশুতোষ, ‘মঙ্গল কাব্যের ইতিহাস,’ এ মুখার্জী অ্যান্ড কোং প্রাঃ লিঃ, কলকাতা, প্রথম প্রকাশ, মে ২০১৫ পৃ. ৫০৫
৩. গাঙ্গুলি, মাণিকরাম, ‘ধর্মমঙ্গল’, কলকাতা, ১৯৬০, পৃ. ২৬৪