The topic of postal system in Bengali literature/ বাংলা সাহিত্যে ডাকব্যবস্থার প্রসঙ্গ
Keywords:
- Dakghor,
- Runner,
- Meghdut,
- Aronyok,
- Postmaster,
- letter
Abstract
The imagery of Sukanta Bhattacharya's poem ‘Ranar' is now a thing of the past. Times have changed, society has evolved and modern technology has brought radical changes in postal services. Now a day’s postal Service has been fast and versatile. It reflected on Bengali literature. The postal service was mostly improved in India during the British period in 1766 AD. The postal system introduced by the British was called India Post and Telegraph Department, later it has been renamed as India Post. The new system introduced by the Postal Department in 1854 AD is the basic structure of the present postal system in India. Although the postal system was actively introduced in India from the Sultanate period but we find the transmission of letter, messages by pigeons from the very ancient times in our folk and ancient literature. Not only pigeons but Indian postal system from ancient times is moving towards the highest peak of development today based on horse, palanquin, and vehicles etc. The life of the people involved in the work of this postal service which is spread in every corner of the Indian subcontinent. The hardships of life, duties, loyalty, pain, happiness, joy, dignity, etc., can be found in novels, short stories, poetry and drama.
Downloads
References
১. ঠাকুর, রবীন্দ্রনাথ, রবীন্দ্র রচনাবলী (ষষ্ঠ খন্ড), বিশ্বভারতী, মাঘ ১৪২১, পৃ. ৩৬৭
২. ভট্টাচার্য, সুকান্ত, রানার, সারস্বত প্রিন্টিং ওয়ার্কাস, জ্যৈষ্ঠ ১৩৬২, কলিকাতা, পৃ. ৬৩
৩. ঠাকুর, রবীন্দ্রনাথ, ছিন্নপত্র, সুন্দর প্রকাশনী, ১৪২৪, কলকাতা, বিশ্বভারতী, পৃ. ৫৫
৪. ঠাকুর, রবীন্দ্রনাথ, গল্পগুচ্ছ, বিশ্বভারতী, মাঘ ১৪২১, কলকাতা, পৃ. ১৭
৫. ঠাকুর, রবীন্দ্রনাথ, রবীন্দ্র রচনাবলী (ষষ্ঠ খন্ড), বিশ্বভারতী, মাঘ ১৪২১, কলকাতা, পৃ. ৩৬১
৬. ঠাকুর, রবীন্দ্রনাথ, রবীন্দ্র রচনাবলী (ষষ্ঠ খন্ড), বিশ্বভারতী, মাঘ ১৪২১, কলকাতা, পৃ. ৩৬৯
৭. ভট্টাচার্য, জগদীশ (সম্পাদিত), প্রভাতকুমার মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প, বেঙ্গল পাবলিশার্স, প্রথম সংস্করণ, বৈশাখ ১৩৬০, কলিকাতা, পৃ. ২৫১
৮. বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, আরণ্যক, গীতাঞ্জলি পাবলিশার্স, ২০১১, কলকাতা, পৃ. ২৬
৯. বন্দ্যোপাধ্যায়, তারাদাস (সম্পাদিত), বিভূতিভূষণ গল্প সমগ্র, শুভম প্রকাশনা, ১ জানুয়ারি ২০১১, কলকাতা, পৃ. ২৭৯
১০. তদেব, পৃ. ২৮৫
১১. ভট্টাচার্য, সুকান্ত, রানার, সারস্বত প্রিন্টিং ওয়ার্কস, জ্যৈষ্ঠ ১৩৬২, কলিকাতা, পৃ. ৬৪
১২. ভাদুড়ী, সতীনাথ, শ্রেষ্ঠগল্প, করুণা প্রকাশণ, জানুয়ারি ২০১৯, কলকাতা, পৃ. ১৫৮
১৩. বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, ডাকহরকরা, বেঙ্গল পাবলিশার্স, দ্বিতীয় সংস্করণ, জ্যৈষ্ঠ ১৩৬৫, পৃ. ৩২১

