Ocharchit Bani Ray/ অচর্চিত বানী রায়
Keywords:
- অন্তঃসলীলা ফল্গু,
- প্রতিপত্তিশালী,
- শেরিফ,
- অধিকারসচেতন,
- ডাইরেক্ট মেথড
Abstract
বাংলা ভাষা জন্মলগ্ন থেকে আরম্ভ করে বর্তমান সময়কাল পর্যন্ত বাংলার সাহিত্যাকাশে জন্ম নিয়েছেন বহু প্রতিভাধর সাহিত্যিক। সাহিত্যের এই দীর্ঘ যাত্রাপথের পথিক কেবলমাত্র পুরুষই নন, মহিলা সাহিত্যিকের লেখনিও এই যাত্রা পথকে ভাস্বর করেছে। এই রকম এক তেজস্বী মহিলা সাহিত্যিক ছিলেন বাণী রায়। বিংশ শতাব্দীর চল্লিশের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত দীর্ঘসময় ধরে তাঁর বহুমুখী সাহিত্য সৃষ্টির ধারা ক্রিয়াশীল ছিল। তাঁর সমগ্র সাহিত্যকৃতি মননধর্মিতা, স্বাধীন মুক্তপ্রেম ও প্রতিবাদী সত্তা সমন্বয়ে সমৃদ্ধ। উপন্যাস, গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, শিশুসাহিত্য, রম্যরচনা, অনুবাদমূলক রচনা প্রভৃতি নানাবিধ রচনাগুলির মধ্যে তাঁর অসামান্য দক্ষতার পরিচয় নিহিত। তাঁর বহুমুখী, বৈচিত্র্যময় সাহিত্য-প্রতিভার পরিচয় দানের প্রয়াস করা হয়েছে বর্তমান অভিসন্দর্ভটিতে।
Downloads
References
১. চট্টোপাধ্যায়, অরুণা, ‘বাণী রায় ও তাঁর সাহিত্য’, নারী জগৎ পত্রিকা, ষোড়শ সংখ্যা, ১৩৯৯, পৃ. ১
২. দেবসেন, নবনীতা, ‘বাণী পিসিমা’, একান্তর পত্রিকা, জানুয়ারী ২০০৩, পৃ. ৬২
৩. গুপ্ত, অতুলচন্দ্র, বাণী রায়ের রচনা প্রসঙ্গে, একান্তর, জানুয়ারী ২০০৩, পৃ. ৫৯
৪. রায়, রথীন্দ্রনাথ, ভূমিকা অংশ, প্রেমের যৎকিঞ্চিৎ, কলকাতা, রামায়নী প্রকাশ ভবন, ১৯৭৫
৫. রায়, বাণী, নিঃসঙ্গ বিহঙ্গ, ভূমিকা অংশ, কলকাতা, মুখার্জী বুক হাউস, ১৯৫৮
৬. রায়, বাণী, হাসিকান্নার দিন ও অন্যান্য গল্প, মুখবন্ধ, কলকাতা, গ্রন্থমিত্র, ২০১০

