Exploring the form of Kalika in ancient and medieval Bengali literature/ প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যে কালিকার স্বরূপ সন্ধান

Authors

  • Manik Maitra মানিক মৈত্র সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ বহরমপুর গার্লস কলেজ ও গবেষক, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় Author

Keywords:

  • ভাগবত,
  • মার্কন্ডেয় পুরাণ,
  • হ্লাদিনী শক্তি,
  • বিপদতারিণী,
  • দুর্গামঙ্গল,
  • কালিকামঙ্গল,
  • তন্ত্র শাস্ত্র,
  • দশমহাবিদ্যা

Abstract

তুর্কি আক্রমণের পর থেকে ইংরেজ আগমন পর্যন্ত বাংলা সাহিত্য অনেক ধারায় বিভক্ত ছিল। এই পর্বের উল্লেখযোগ্য নিদর্শন বৈষ্ণব সাহিত্য, অনুবাদ সাহিত্য এবং মঙ্গলকাব্য। লক্ষণীয় এই সময়কার মানুষ সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যে কোন কারণেরই হোক না কেন, তারা এক নারী শক্তি তথা আদ্যাশক্তির অনুসন্ধান করতে চেয়েছিলেন। মূলত মঙ্গলকাব্যগুলিতে এই প্রচেষ্টার সার্থক প্রয়াস লক্ষ্য করা গেলেও বৈষ্ণব সাহিত্য এবং অনুবাদ সাহিত্যেও এই সম্ভাবনার বীজ লুকিয়ে ছিল। পরবর্তী সময়ে কালিকামঙ্গল এবং আরো পরে শাক্ত পদাবলীতে যে কালিকার স্বরূপ তুলে ধরা হয়েছে তা মূলত উক্ত প্রয়াসের সার্থক সাহিত্যরূপ। আমার এই প্রবন্ধে প্রাচীন ও মধ্যযুগের বিভিন্ন সাহিত্য অবলম্বনে আদ্যাশক্তি কালিকার সেই স্বরূপ অন্বেষণের চেষ্টা করেছি।

Downloads

Download data is not yet available.

References

১. জলিল, মুহম্মদ আব্দুল, মধ্যযুগের বাংলা সাহিত্যের বাংলা ও বাঙালী সমাজ, বাংলা একাডেমি, প্রকাশকাল, ১৯৮৬, পৃ. ২৬২ - ৬৩

২. শরীফ, আহমদ, মধ্যযুগের সাহিত্যের সমাজ ও সংস্কৃতির রূপ, মুক্তধারা, প্রকাশকাল, ১৯৭৭, পৃ. ৯৬

৩. প্রাগুক্ত, পৃ. ৯৬

৪. বন্দোপাধ্যায়, অসিত কুমার, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (দ্বিতীয় খন্ড), মডার্ন বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড, কলকাতা ৭৩, প্রকাশকাল, ২০১৫-১৬, পৃ. ২৮

৫. প্রাগুক্ত, (তৃতীয় খণ্ড/ প্রথম পর্ব), পৃ. ২

৬. প্রাগুক্ত, পৃ. ৩৭

৭. বন্দ্যোপাধ্যায়, ব্রজেন্দ্রনাথ, ও সজনীকান্ত দাস (সম্পাদিত), ভারতচন্দ্র গ্রন্থাবলী, বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা-৬, প্রকাশকাল আশ্বিন - ১৪২১, পৃ. ১৫

৮. মুখোপাধ্যায়, ড. অনিমা, আঠারো শতকের বাংলা পুঁথিতে ইতিহাস প্রসঙ্গ, সাহিত্যলোক, কলকাতা-৬, প্রথম প্রকাশ শ্রাবণ, ১৩৯৪, পৃ. ২৭

৯. ভট্টাচার্য, সত্যনারায়ণ, (সম্পাদিত), কবি কৃষ্ণরাম দাসের গ্রন্থাবলী, কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রকাশকাল, ২০১১ পৃ. ভূমিকা ক. ২৭

১০. দাসগুপ্ত, জয়ন্তকুমার, (সম্পাদিত), বিজয় গুপ্তের পদ্মাপুরাণ, কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রকাশকাল, ২০০৯, পৃ. ৬২

১১. প্রাগুক্ত, পৃ. ৬৩

১২. রায়, বসন্তরঞ্জন, (সম্পাদিত), কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল, প্রকাশক পাওয়া যায়নি, প্রকাশকাল, ১৩১৬ বঙ্গাব্দ, পৃ. ৫৫

১৩. প্রাগুক্ত, পৃ. ৬৭

১৪. ওঝা, সুনীলকুমার, (সম্পাদিত), মানিক দত্তের চন্ডীমঙ্গল, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রকাশনা, প্রকাশকাল, ১৯৬৯, পৃ. ১৫

১৫. সেন, সুকুমার, (সম্পাদিত), কবিকঙ্কন মুকুন্দ বিরচিত চন্ডীমঙ্গল, সাহিত্য একাডেমী প্রকাশিত, প্রকাশকাল, ২০০৭, পৃ. ১৩

১৬. প্রাগুক্ত, পৃ. ১২৪

১৭. দাস, আশুতোষ, (সম্পাদিত), দ্বিজ রামদেবের অভয়ামঙ্গল, কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রকাশকাল, ১৯৫৭, পৃ. ৬৭

১৮. ভট্টাচার্য, সত্যনারায়ণ, (সম্পাদিত), কবি কৃষ্ণরাম দাসের গ্রন্থাবলী, কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রকাশকাল, ২০১১ পৃ. ৪৩

১৯. বন্দ্যোপাধ্যায়, ব্রজেন্দ্রনাথ, ও সজনীকান্ত দাস (সম্পাদিত), ভারতচন্দ্র গ্রন্থাবলী, বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা-৬, প্রকাশকাল আশ্বিন, ১৪২১, পৃ. ২২৩

২০. সেন, সুকুমার (সম্পাদিত), কবিকঙ্কন মুকুন্দ বিরচিত চন্ডীমঙ্গল, সাহিত্য একাডেমী প্রকাশিত, প্রকাশকাল, ২০০৭, পৃ. ১১৩

২১. ভট্টাচার্য, সত্যনারায়ণ (সম্পাদিত), কবি কৃষ্ণরাম দাসের গ্রন্থাবলী, কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রকাশকাল, ২০১১ পৃ. ১৫৫

২২. কাব্যতীর্থ, চিন্তাহরণ চক্রবর্তী, (সম্পাদিত), কালিকামঙ্গল বলরাম কবিশেখর বিরচিত, বঙ্গীয় সাহিত্য পরিষদ, প্রকাশকাল, চৈত্র ১৩৫০, পৃ. ১৩

২৩. ভট্টাচার্য, সত্যনারায়ণ, (সম্পাদিত), কবি কৃষ্ণরাম দাসের গ্রন্থাবলী, কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রকাশকাল, ২০১১ পৃ. ১৫৭

২৪. প্রাগুক্ত, পৃ. ১৫৭

২৫. প্রাগুক্ত, পৃ. ১৫৮

Downloads

Published

2025-11-23

Issue

Section

Articles

How to Cite

Exploring the form of Kalika in ancient and medieval Bengali literature/ প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যে কালিকার স্বরূপ সন্ধান . (2025). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 5(4), 20-30. https://tirj.org.in/tirj/article/view/355