Samar Sen’s Poetic Vision and the Aesthetics of His Poetry/ সমর সেনের কবিতাভাবনা ও কবিতার নন্দনতত্ত্ব

Authors

  • Chittaranjan Naskar সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ ডোমকল গার্লস কলেজ Author

Keywords:

  • Samar Sen,
  • poetic vision,
  • Aesthetics,
  • Modern Poetry,
  • Marxist Poetics,
  • Urban Middle Class,
  • Romanticism and Disillusionment,
  • Prose Rhythm,
  • Eliot Influence,
  • Social Realism,
  • Poetic Consciousness

Abstract

Samar Sen is a distinctive name in modern Bengali poetry, who wrote in the political and social context of the 1940s. His poetic vision was shaped by the despair of the urban middle class, self-reproach, the collapse of romanticism, sexual anguish, and a consciousness rooted in socialism. He believed that poetry is not merely the product of inner inspiration, but rather an artistic expression of social reality. Without a historical perspective, it is impossible to grasp the essence of poetry; and poetry without such a basis becomes a form of intellectual distortion. For him, poetry was a fusion of intellect and emotion, and in his works he represented the decaying middle class.

              His language is abstract, rhythm based on prose, and thought restrained. In Samar Sen’s poetry we find the ugliness of urban life, class-consciousness, political uncertainty, and the disillusionment of romanticism— all expressed with profound artistry. Though influenced by Rabindranath Tagore and T.S. Eliot, his poetic thought remained internalized and progressive. The crises and inner conflicts of the middle class formed the central elements of his poetry, which achieved artistic shape through prose rhythm in a classical poetic language.         

Downloads

Download data is not yet available.

References

১. চট্টোপাধ্যায়, সোমেশ ও দেব সব্যসাচী সম্পাদিত, ‘সংকলিত সমর সেন’, বাংলা কবিতা : সমর সেন, অনুষ্টুপ, অনিল আচার্য, কলকাতা, জানুয়ারি ২০১০ পরিবর্ধিত সংস্করণ, পৃ. ৮৫

২. চন্দ, পুলক সম্পাদিত বাবু বৃত্তান্ত ও প্রাসঙ্গিক, বাবু বৃত্তান্ত : সমর সেন, দে'জ পাবলিশিং, সুধাংশু শেখর দে, কলকাতা, এপ্রিল ২০০৪ পৃ. ৩৬

৩. চট্টোপাধ্যায়, সোমেশ ও দেব সব্যসাচী সম্পাদিত, ‘সংকলিত সমর সেন’, বাংলা কবিতা: সমর সেন, অনুষ্টুপ, অনিল আচার্য, কলকাতা, জানুয়ারি ২০১০পরিবর্ধিত সংস্করণ, পৃ. ৮৫-৮৬

৪. চট্টোপাধ্যায়, সোমেশ ও দেব সব্যসাচী সম্পাদিত, ‘সংকলিত সমর সেন’, বাংলা কবিতা : সমর সেন, অনুষ্টুপ, অনিল আচার্য, কলকাতা, জানুয়ারি ২০১০পরিবর্ধিত সংস্করণ, পৃ. ৮৬

৫. চট্টোপাধ্যায়, সোমেশ ও দেব সব্যসাচী সম্পাদিত, ‘সংকলিত সমর সেন’, অতি আধুনিক বাংলা কবিতা : সমর সেন, অনুষ্টুপ, অনিল আচার্য, কলকাতা, জানুয়ারি ২০১০ পরিবর্ধিত সংস্করণ, পৃ. ৮৮

৬. চট্টোপাধ্যায় সোমেশ ও দেব সব্যসাচী সম্পাদিত, ‘সংকলিত সমর সেন’, প্রসঙ্গ কলকাতা : সমর সেন, অনুষ্টুপ, অনিল আচার্য, কলকাতা, জানুয়ারি ২০১০ পরিবর্ধিত সংস্করণ, পৃ. ১২৩-১৩২

৭. সেন সমর, সমর সেনের কবিতা, একটি বেকার প্রেমিক : সমর সেন, সিগনেট প্রেস, নলিনী গুপ্ত, কলকাতা, অষ্টম সংস্করণ, মাঘ ১৪০৮, পৃ. ৪০

৮. সেন সমর, সমর সেনের কবিতা, নিরালা : সমর সেন, সিগনেট প্রেস, নলিনী গুপ্ত, কলকাতা, অষ্টম সংস্করণ, মাঘ ১৪০৮, পৃ. ৪০

৯‌. সেন সমর, সমর সেনের কবিতা, চার অধ্যায় (চতুর্থ অংশ) : সমর সেন, সিগনেট প্রেস, নলিনী গুপ্ত, কলকাতা, অষ্টম সংস্করণ, মাঘ ১৪০৮, পৃ. ৪০

১০. চট্টোপাধ্যায়, সোমেশ ও দেব সব্যসাচী সম্পাদিত সাম্প্রতিক বাংলা কবিতা : সমর সেন, অনুষ্টুপ, অনিল আচার্য, কলকাতা, জানুয়ারি ২০১০, পৃ. ৯২-৯৩

১১‌. সেন, সমর, সমর সেনের কবিতা, উর্বশী : সমর সেন, সিগনেট, নলিনী গুপ্ত, কলকাতা অষ্টম সংস্করণ, মাঘ ১৪০৮, পৃ. ৪০

১২. সেন, সমর, সমর সেনের কবিতা, একটি বুদ্ধিজীবী : সমর সেন, সিগনেট, নলিনী গুপ্ত, কলকাতা অষ্টম সংস্করণ, মাঘ ১৪০৮, পৃ. ৫০

১২ক. সেন সমর, সমর সেনের কবিতা, নাগরিক : সমর সেন, সিগনেট প্রেস, নলিনী গুপ্ত, কলকাতা, অষ্টম সংস্করণ, মাঘ ১৪০৮, পৃ. ৩৭-৩৯

১৩. চন্দ পুলক, বাবু বৃত্তান্ত ও প্রাসঙ্গিক, বাবু বৃত্তান্ত : সমর সেন, দে'জ পাবলিশিং, সুধাংশুশেখর দে, কলকাতা, এপ্রিল ২০০৪, পৃ. ৪২

১৪. সেন, সমর, ‘সমর সেনের কবিতা’, ইতিহাস : সমর সেন, সিগনেট প্রেস, নলিনী গুপ্ত, কলকাতা, অষ্টম সংস্করণ, মাঘ ১৪০৮, পৃ. ১০২

১৫. সেন, সমর, ‘সমর সেনের কবিতা’, খোলা চিঠি : সমর সেন, সিগনেট প্রেস, নলিনী গুপ্ত, কলকাতা, অষ্টম সংস্করণ, মাঘ ১৪০৮, পৃ. ১০৫

১৬. মুখোপাধ্যায়, ধ্রুব কুমার, বিষ্ণু দে : প্রবন্ধ সংগ্রহ, টি এস এলিয়টের মহা প্রস্থান : বিষ্ণু দে, (রুচি ও প্রগতি), বিষ্ণু দে:, দে’জ পাবলিশিং, কলকাতা, বৈশাখ ১৩৬৩

১৭. সেন, সমর, সমর সেনের কবিতা, লোকের হাটে : সমর সেন, সিগনেট, নলিনী গুপ্ত, কলকাতা, অষ্টম সংস্করণ, মাঘ ১৪০৮, পৃ. ১৩৬

১৮. সেন সমর, ‘সমর সেনের কবিতা’, ‘গৃহস্থ বিলাপ’:সমর সেন সিগনেট, নলিনী গুপ্ত, কলকাতা, অষ্টম সংস্করণ, মাঘ ১৪০৮, পৃ. ১২৮-১৩২

১৯. সেন, সমর, ‘সমর সেনের কবিতা’, জন্মদিনে : সমর সেন, সিগনেট, নলিনী গুপ্ত, কলকাতা, অষ্টম সংস্করণ, মাঘ ১৪০৮, পৃ. ১৪১

Downloads

Published

2025-11-23

Issue

Section

Articles

How to Cite

Samar Sen’s Poetic Vision and the Aesthetics of His Poetry/ সমর সেনের কবিতাভাবনা ও কবিতার নন্দনতত্ত্ব . (2025). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 5(4), 54-63. https://tirj.org.in/tirj/article/view/361