Freudian Psychology in Selected Post-Independence Bengali Short Stories/ স্বাধীনোত্তর নির্বাচিত বাংলা ছোটগল্পে ফ্রয়েডীয় মনস্তত্ত্ব
Keywords:
- ফ্রয়েডীয় মনস্তত্ত্ব,
- মধ্যবিত্ত জীবনের দ্বিধা দ্বন্দ,
- চরিত্রের পদস্খলন,
- দাম্পত্য বিপর্যয়
Abstract
ছোটগল্পের মধ্যে নিত্যকালের বস্তুময় জীবন সুসংগত ও সুগভীরতায় প্রতিফলিত হয়। আমাদের সমাজে অবস্থিত পারিপার্শ্বিক মানুষজনের দেহ, মন ও আত্মার অনায়াস রূপ বাস্তবতার সাথে প্রতিফলিত হতে পারে ছোটগল্পের মধ্যে। মানুষের মন সমুদ্রের গভীরতার ও বিস্তীর্ণ মহাকাশের মত বিস্ময় রহস্যময়তায় পরিপূর্ণ। মানুষকে নিয়ে মানুষের চিন্তাভাবনা, বিস্ময় ও রহস্যময়তার অন্ত নেই। মনুষ্য জীবনের সেই বিচিত্র রূপের সন্ধানের চেষ্টা করা হয়েছে স্বাধীনতোত্তর ছোটগল্পের মধ্য দিয়ে। ব্যক্তি মানুষের জীবনকে ও তার জটিল মনস্তত্ত্বকে বিংশ শতকের সাহিত্যিকগণ তিলে তিলে গ্রন্থিমোচনের চেষ্টা করেছেন।
গল্প বলার প্রবণতা মানুষের আদিম বৃত্তিগুলির মধ্যে অন্যতম যা আজও মানবমনে সচল প্রবাহে বহমান। সমস্ত সাহিত্যরীতির মধ্যে কেবল গল্পের মাধ্যমে চলমান জীবনের প্রতিচ্ছবি সর্বাপেক্ষা প্রাঞ্জল ভাবে প্রকাশিত হতে পারে। তার মানে এই নয় যে অন্যান্য সাহিত্যরীতির দ্বারা তা প্রকাশিত হয় না। কিন্তু অন্যান্য রীতির তুলনায় ছোটগল্প পাঠক মনে খুব দ্রুত এবং গভীর প্রভাব ফেলতে পারে। ছোটগল্পের মধ্যে নিত্যকালের বস্তুময় জীবন সুসংগত ও সুগভীরতায় প্রতিফলিত হয়। আমাদের সমাজে অবস্থিত পারিপার্শ্বিক মানুষজনের দেহ, মন ও আত্মার অনায়াস রূপ বাস্তবতার সাথে প্রতিফলিত হতে পারে ছোটগল্পের মধ্যে। মানুষের মন সমুদ্রের গভীরতার ও বিস্তীর্ণ মহাকাশের মত বিস্ময় ও রহস্যময়তায় পরিপূর্ণ। মানুষের গোটা জীবন পরস্পর বিরোধী প্রবণতার আঘাতে জর্জরিত। ফলে মানুষকে নিয়ে মানুষের চিন্তাভাবনা, বিস্ময় ও রহস্যময়তার অন্ত নেই। মনুষ্য জীবনের সেই বিচিত্র রূপের সন্ধানের চেষ্টা করা হয়েছে স্বাধীনতোত্তর ছোটগল্পের মধ্য দিয়ে। ব্যক্তি মানুষের জীবনকে ও তার জটিল মনস্তত্ত্বকে বিংশ শতকের সাহিত্যিকগণ তিলে তিলে গ্রন্থিমোচনের চেষ্টা করেছেন। ছোটগল্পের শিল্পীরা শিশির বিন্দুর মধ্যে সিন্ধুকে তুলে ধরেছেন।১
ছোটগল্পের বিচিত্র বিষয় বৈচিত্রের মধ্যে অন্যতম হল মানব মনের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। স্বাধীনতোত্তর বাংলা ছোটগল্পের শিল্পীরা এই বিষয় নিয়ে বহু গল্প রচনা করেছেন। সাহিত্যে একে ‘ফ্রয়েডীয় মনস্তত্ত্ব’ রূপে অভিহিত করা হয়। সংক্ষেপে এই তত্ত্ব নিয়ে আলোচনা করা যেতে পারে। ‘সিগমুন্ড ফ্রয়েড’ (১৮৫৬ - ১৯৩৯) ছিলেন মনোবিশ্লেষণের প্রতিষ্ঠাতা।এটি মানসিক অসুস্থতার চিকিৎসা ও আচরণের ব্যাখ্যাকারী একটি তত্ত্ব। ফ্রয়েড বিশ্বাস করতেন- শৈশবের ঘটনাগুলি আমাদের প্রাপ্তবয়স্ক জীবনে বিরাট প্রভাব ফেলে যা আমাদের ব্যক্তিত্ব গঠন করে। যেমন, একজন ব্যক্তির অতীতের আঘাত মূলক অভিজ্ঞতা থেকে উদ্ভূত উদ্বেগচেতনা থেকে প্রাপ্তবয়স্ক অবস্থায় সমস্যা (নিউরোসিস) সৃষ্টি করতে পারে। ব্যক্তিত্বের লুকানো গঠন এবং প্রক্রিয়াগুলোকে অস্পষ্ট করে এমন সূক্ষ্ম এবং বিস্তৃত ছদ্মবেশ ভেদ করার প্রচেষ্টা দ্বারা ফ্রয়েডের জীবনকর্ম প্রাধান্য পেয়েছিল।
Downloads
References
১. চৌধুরী, শ্রীভূদেব, বাংলা সাহিত্যের ছোটগল্প ও গল্পকার, মর্ডাণ বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড, কলকাতা- ৭৩, পঞ্চম প্রকাশ, পুনর্মুদ্রণ ২০১৭-২০১৮, পৃ. ৩
২. ভট্টাচার্য, ড. সমরেন্দ্র, মনোবিদ্যা, বুক সিন্ডিকেট প্রাইভেট লিমিটেড, চতুর্থ সংস্করণ ২০২২, পৃ. ১৭২
৩. তদেব, পৃ. ৪২৮
৪. ঘোষ, সুবোধ, জতুগৃহ গল্প সংকলন, শ্রীলেখা পাবলিশার্স, কলিকাতা- ২৫, পৃ. ২
৫. তদেব, পৃ. ২
৬. তদেব, পৃ. ৮
৭. তদেব, পৃ. ৯
৮. তদেব, পৃ. ১৮
৯. ঘোষ, গৌরকিশোর, মন মানে না গল্প সংকলন, ত্রিবেণী প্রকাশন, কলকাতা- ১২, পৃ. ১৩৩
১০. তদেব, পৃ. ১৩৬
১১. তদেব, পৃ. ১৪১
১২. তদেব, পৃ. ১৫০

