The Obscurity of Spiritual Preparation Behind Political Culture: The Symbolic World of ‘Kheya’/ রাজনৈতিক সংস্কৃতির অন্তরালে আধ্যাত্মিক প্রস্তুতির অজ্ঞাতবাস : ‘খেয়া’ কাব্যের সাংকেতিক ভুবন
Keywords:
- Rabindranath Tagore,
- Politics,
- Nation,
- Culture,
- Kheya,
- Symbolic,
- Imagination,
- Economic manifesto,
- Spiritual
Abstract
Literature can never become proper without country and society. As the complexity of politics and economics increases, the sanctity of national life becomes insignificant. In the background of this social isolation, Rabindranath’s ‘Kheya’ shows signs of spiritualism. Judging from the context of the movement against the split of Bengal (Banga-Bhanga) and the Swadeshi movement, a fragmented political culture emerges in the early 20th century. From which we can guess what Rabindranath's foresight was in the constructive plan of the country. But the stormy winds of that time also brought signs of failure. Rabindranath did not make a single protest against the current situation, but showed his fair attitude in the poems of ‘Kheya’. The present article presents a chronological analysis of that period.
Downloads
References
১. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘চিঠিপত্র’, বিশ্বভারতী, ৬ আচার্য জগদীশচন্দ্র বসু রোড, কলকাতা ১৭, পঞ্চদশ খণ্ড, প্রথম প্রকাশ, শ্রাবণ, ১৪০২, পৃ. ৪১-৪২
২. তদেব, পৃ. ৪২
৩. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘স্বদেশী সমাজ’, রবীন্দ্র-রচনাবলী, বিশ্বভারতী, ৬ আচার্য জগদীশচন্দ্র বসু রোড, কলকাতা ১৭, দ্বিতীয় খণ্ড, পুনর্মুদ্রণ ও সংস্করণ, আশ্বিন ১৪২২, পৃ. ৬৩৪
৪. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘গ্ৰন্থপরিচয়’, রবীন্দ্র-রচনাবলী, বিশ্বভারতী, ৬ আচার্য জগদীশচন্দ্র বসু রোড, কলকাতা ১৭, পঞ্চম খণ্ড, পুনর্মুদ্রণ, জ্যৈষ্ঠ ১৪২৩, পৃ. ৮২০ (অতঃপর ‘রবীন্দ্র-রচনাবলী, পঞ্চম খণ্ড' নামে উল্লিখিত।)
৫. তদেব, পৃ. ৮২০
৬. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘আত্মপরিচয়’, রবীন্দ্র-রচনাবলী, ৬ আচার্য জগদীশচন্দ্র বসু রোড, কলকাতা ১৭, চতুর্দশ খণ্ড, পুনর্মুদ্রণ, মাঘ ১৪২১, পৃ. ১৫২-১৫৩ (অতঃপর ‘রবীন্দ্র-রচনাবলী, চতুর্দশ খণ্ড' নামে উল্লিখিত।)
৭. তদেব, পৃ. ১৫৫
৮. মজুমদার, নেপাল, ‘ভারতে জাতীয়তা ও আন্তর্জাতিকতা এবং রবীন্দ্রনাথ’, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা ৭৩, প্রথম খণ্ড, পুনর্মুদ্রণ, অগস্ট ২০১১, পৃ. ২৭২ (অতঃপর ‘ভারতে জাতীয়তা ও আন্তর্জাতিকতা এবং রবীন্দ্রনাথ' নামে উল্লিখিত।)
৯. বিশী, প্রমথনাথ, ‘রবীন্দ্র-সরণী’, মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ, ১০ শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা ৭৩, সপ্তম মুদ্রণ, অগ্ৰহায়ণ, ১৪১৫, পৃ. ১১৫ (অতঃপর ‘রবীন্দ্র-সরণী' নামে উল্লিখিত।)
১০. তদেব, পৃ. ১১৮-১১৯
১১. চক্রবর্তী, শ্যামাপদ, ‘অলঙ্কার-চন্দ্রিকা’, ইন্ডিয়ান অ্যাসোসিয়েটেড পাবলিশিং কোং প্রাঃ লিঃ, ৮ সি রমানাথ মজুমদার স্ট্রিট, কলকাতা ৯, দ্বিতীয় সংস্করণ, ভাদ্র ১৩৬৩, পৃ. ৬০
১২. ‘ভারতে জাতীয়তা ও আন্তর্জাতিকতা এবং রবীন্দ্রনাথ’, পৃ. ২৭২
১৩. তদেব, পৃ. ২৭২
১৪. ভট্টাচার্য, জগদীশ, ‘রবীন্দ্রকবিতাশতক’, ভারবি, ১৩/১ বঙ্কিম চাটুজ্যে স্ট্রিট, কলকাতা ৭৩, পুনর্মুদ্রণ, এপ্রিল ২০১৮, পৃ. ২৭৪ (অতঃপর ‘রবীন্দ্রকবিতাশতক' নামে উল্লিখিত।)
১৫. তদেব, পৃ. ২৭৪
১৬. কর্মকার, শম্ভুনাথ, ‘রবীন্দ্রকবিতায় বস্তুধ্বনি’, অচিনপাখি প্রকাশন, কাঁদোয়া, কৃষ্ণনগর, নদিয়া, প্রথম প্রকাশ, ২৩ ডিসেম্বর ২০২০, পৃ. ৩৮
১৭. ভট্টাচার্য, জগদীশ, ‘কবিমানসী’, ভারবি, ১৩/১ বঙ্কিম চাটুজ্যে স্ট্রিট, কলকাতা ৭৩, দ্বিতীয় খণ্ড : কাব্যভাষ্য, পুনর্মুদ্রণ, অগস্ট ২০১৮, পৃ. ১৪৮
১৮. ‘রবীন্দ্রকবিতাশতক’, পৃ. ২৭৪
১৯. ঠাকুর, রবীন্দ্রনাথ, ‘পরিণয়’, ‘শান্তিনিকেতন ১-১০’, রবীন্দ্র-রচনাবলী, বিশ্বভারতী, ৬ আচার্য জগদীশচন্দ্র বসু রোড, কলকাতা ১৭, সপ্তম খণ্ড, পুনর্মুদ্রণ, ফাল্গুন ১৪২২, পৃ. ৬১১
২০. মজুমদার, পম্পা, ‘রবীন্দ্রসংস্কৃতির ভারতীয় রূপ ও উৎস’, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা ৭৩, প্রথম দে'জ সংস্করণ, ডিসেম্বর ২০০৭, পৃ. ৬৭ (অতঃপর ‘রবীন্দ্রসংস্কৃতির ভারতীয় রূপ ও উৎস' নামে উল্লিখিত।)
২১. রবীন্দ্র-রচনাবলী, পঞ্চম খণ্ড, পৃ. ৬৫৬
২২. ‘রবীন্দ্রসংস্কৃতির ভারতীয় রূপ ও উৎস', পৃ. ৬৬
২৩. পাল, প্রশান্তকুমার, ‘রবিজীবনী’, আনন্দ পাবলিশার্স, প্রাইভেট লিমিটেড, ৪৫ বেনিয়াটোলা লেন, কলকাতা ৯, পঞ্চম খণ্ড, ষষ্ঠ মুদ্রণ, পৌষ ১৪২১, পৃ. ২৫৪
২৪. তদেব, পৃ. ২৯১
২৫. ‘রবীন্দ্রকবিতাশতক’, পৃ. ২৮২
২৬. তদেব, পৃ. ২৮৫
২৭. তদেব, পৃ. ২৮৫
২৮. রবীন্দ্র-রচনাবলী, চতুর্দশ খণ্ড, পৃ. ১৬৪
২৯. তদেব, পৃ. ১৬৪
৩০. ‘রবীন্দ্র-সরণী’, পৃ. ১১৯
৩১. তদেব, পৃ. ১২২-১২৩

