Folk dance Natua/ লোকনৃত্য নাটুয়া
Keywords:
- Nat,
- Natua,
- Nataraj,
- folk dance
Abstract
Natua - An ancient folk dance of former Manbhum. This long-standing masculine folk dance not only brings joy to people, but also amazes with the inhuman physical strength and agility of Natua artists. Nataraja Shiva is said to be the originator of this dance. Shiva Gajan is the main time of this dance. In the middle, the trend of Natua dance has decreased a bit, but now the enthusiasm and interest of the new generation about this dance is visible. Leaving the country, Natua dance is becoming popular in foreign lands as well.
Downloads
References
১. মাজী, যুধিষ্ঠির, পুরুলিয়ার নট ও নাটুয়া নৃত্য, সুভাষ রায় (সম্পা.), মানভূমের লোকনৃত্য ১ম খণ্ড, অণৃজু, ২০০৩, পৃ. ৮০
২. কামিল্যা, মিহির চৌধুরী, রাঢ়ের জনজাতি ও লোকসংস্কৃতি, বর্ধমান বিশ্ববিদ্যালয়, ২০০৬, পৃ. ১৫১
৩. মাহাত, রাধাগোবিন্দ, ঝাড়খণ্ডের লোকসংস্কৃতি, প্রকাশক, সুধীররঞ্জন বসু মল্লিক, ১৩৭৯ব., পৃ. ১১২-১১৩
৪. সাক্ষাৎকার- বিপদতারণ কালিন্দী, গ্রাম- গুঁড়ুর, থানা- বান্দোয়ান, জেলা- পুরুলিয়া, ২৯/১০/২০২৩
৫. সাক্ষাৎকার- শ্রীধর সহিস, গ্রাম- কণাপাড়া, থানা-কেঁদা, জেলা- পুরুলিয়া, ২২/০৪/২০২৪
৬. সাক্ষাৎকার- সৃষ্টিধর মাহাতো, গ্রাম- জামবাইদ, থানা- কেঁদা, জেলা- পুরুলিয়া, ১২/০৬/২০২৪
৭. সিং, শিবশঙ্কর, পুরুলিয়ার নাটুয়া, নলেজ ব্যাঙ্ক পাবলিশার্স এণ্ড ডিস্ট্রিবিউটরস, এপ্রিল, ২০২৩, পৃ. ২২
৮. প্রাগুক্ত
৯. প্রাগুক্ত
১০. সাক্ষাৎকার- দুলাল কালিন্দী, গ্রাম- জবড়রা, থানা- হুড়া, জেলা-পুরুলিয়া, ০৮/০৬/২০২৪
১১. সিং, শিবশঙ্কর, প্রাগুক্ত, পৃ. ৪৫
১২. কর, তপন, লোকনৃত্যের কয়েকটি তরঙ্গ, সেন, শ্রমিক, মাহাত কিরীটি (সম্পা.), লোকভূমি মানভূম, বর্ণালী, এপ্রিল ২০১৫, পৃ. ২১৮
১৩. সাক্ষাৎকার- বিশ্বদেব মাহাতো, গ্রাম- শুকলা, পূর্ব সিংভূম, ঝাড়খণ্ড, ২৪/০৩/২০২৪
১৪. গুপ্ত, বিজয়, পদ্মাপুরাণ বা মনসামঙ্গল, শ্রী বসন্ত কুমার ভট্টাচার্য (সংকলক), সুধাংশু সাহিত্য মন্দির, চতুর্থ সংস্করণ, বৈশাখ ১৩৪২, পৃ. ১২৪
১৫. প্রাগুক্ত, পৃ. ১৪৫
১৬. মরহুম, শেখফয়জুল্লা, গোরক্ষবিজয়, মুনশী আবদুল করিম সাহিত্য বিশারদ (সম্পা.),বঙ্গীয় সাহিত্য পরিষৎ, ১৩২৪ব., পৃ. ৬৯
১৭. প্রাগুক্ত, পৃ. ৮০
১৮. ভট্টাচার্য, আশুতোষ, বাংলার লোকসাহিত্য, তৃতীয় খণ্ড গীত ও নৃত্য, ক্যালকাটা বুক হাউস, প্রথম সংস্করণ, ১৯৫৪, পৃ. ৭০৬
১৯. মুখোপাধ্যায়, মহুয়া, যুদ্ধনৃত্য ও বাংলা, লোকসংস্কৃতি বিভাগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়, ২০০২, পৃ. ২০
২০. মুস্তাফি, শ্রী ব্যোমকেশ (সম্পা.), কবি গঙ্গারামও মহারাষ্ট্র পুরাণ, সাহিত্য পরিষৎ পত্রিকা, ৪র্থ সংখ্যা, ১৩১৩ ব.,পৃ. ২১৪

