The Narrative of Women's Deprivation: A Tale of Modern Bengal in Perspective/ নারী বঞ্চনার আখ্যান : প্রেক্ষিত আধুনিক বাংলার রুপকথার গল্প

Authors

  • Dr. Shrabani Bhowmik অতিথি প্রভাষক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়, বিলোনিয়া Author

Keywords:

  • নারী বঞ্চনা,
  • রূপকথার গল্প,
  • মৌখিক সাহিত্যে লোকছড়া,
  • রূপকথা,
  • ঠাকুরমার ঝুলি’,
  • ঠাকুরদাদার ঝুলি,
  • ‘ঠানদিদির থলে’

Abstract

মানুষের মনের ভাব–ভালোবাসা, ইচ্ছা–অনিচ্ছা, আবেগ-অনুভূতিগুলোকে ভাষার মাধ্যমে প্রকাশ করার অদম্য স্পৃহা থেকেই সৃষ্টি হয়েছে সাহিত্যের। যে কোনো দেশের সাহিত্যে সাধারণত দুইটি ধারা লক্ষ্য করা যায়। এক, মৌখিক সাহিত্য, দুই লিখিত সাহিত্য। লিখিত সাহিত্য জনসমাজে প্রচলিত হওয়ার আগে মৌখিক সাহিত্যেরই প্রচলন ছিল বেশি। তবে সময় যত এগিয়েছে, মৌখিক সাহিত্যের পরিধিও বিস্তৃত হয়েছে। ক্রমে মৌখিক সাহিত্যে লোকছড়া, রূপকথা, উপকথা ও নীতিকথার মতো প্রভৃতি বিষয়ও যুক্ত হয়েছে। ইংরেজ বণিকরা এদেশে আসার আগে এই মৌখিক সাহিত্য গুলিই ছিল বাঙালি শিশুর নিজস্ব সম্পদ -

“ইংরেজ আসিবার পূর্ব্ব পর্যন্ত, অথবা ইংরাজী শাসন এদেশে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এগুলিই বাঙালির নিজস্ব শিশু সাহিত্য, তাহার মৌলিক সম্পদ।”

Downloads

Download data is not yet available.

References

১. গঙ্গোপাধ্যায়, আশা, বাংলা শিশুসাহিত্যের ক্রমবিকাশ (১৮০০ – ১৯০০), কলকাতা, ডি. এম লাইব্রেরী, ১৩৬৬, পৃ. ২২

২. মিত্র মজুমদার, দক্ষিণারঞ্জন, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচনাসমগ্র, ‘জীবনালেখ্য’, কলকাতা, মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ ১৪২১, পৃ. ৪

৩. মিত্র মজুমদার, দক্ষিণারঞ্জন, ঠাকুরমার ঝুলি, ‘কলাবতী রাজকন্যা’, কলকাতা, মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ, ১৪১৫ পৃ. ৩৬

৪. তদেব, পৃ. ৪৫

৫. মিত্র, মজুমদার, দক্ষিণারঞ্জন, দক্ষিণারঞ্জন রচনাসমগ্র, ‘মধুমালা’, কলকাতা, মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ ১৪২১, পৃ. ৩৩৭

৬. রায়, চিত্তরঞ্জন, চিরকালের রূপকথা, ‘দৈত্য রাজকন্যা ও রাজপুত্র’ প্রথম প্রকাশ, কলকাতা, জ্যোতি প্রকাশন ১৩৬৭, পৃ. ১

৭. ঠাকুর, রবীন্দ্রনাথ, রবীন্দ্র রচনাবলী, পঞ্চম খন্ড, ‘মানসী’, পুনর্মুদ্রণ, কলিকাতা, বিশ্বভারতী, ১৩৬২, পৃ. ৩৬

৮. মুখোপাধ্যায়, সুভাষ, কবিতা সংগ্রহ, প্রথম খন্ড, ‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত’, কলকাতা, দে’জ পাবলিশিং, ১৯৯৩, পৃ. ১৬২

৯. রায়, ত্রিভঙ্গ, রাঙাদির রূপকথা, ‘সাত মায়ের এক ছেলে’, প্রথম প্রকাশ, কলকাতা, শিশু সাহিত্য সংসদ, ১৯৭০, পৃ. ৭

১০. দেবসেন, নবনীতা, ইচ্ছামতী, ‘রাজকুমার বৃষস্কন্ধ আর শ্রীময়ী’, প্রথম প্রকাশ, কলকাতা, আনন্দ পাবলিশার্স, প্রাঃ লিঃ, পৃ. ১২৫

১১. দেবসেন, নবনীতা, রূপকথা সমগ্র, ‘রূপ ও কথা অংশ’, প্রথম প্রকাশ, কলকাতা, পত্রভারতী, ২০১৩, পৃ. ৪

১২. তদেব, পৃ. ৪

Downloads

Published

2024-10-30

Issue

Section

Articles

How to Cite

The Narrative of Women’s Deprivation: A Tale of Modern Bengal in Perspective/ নারী বঞ্চনার আখ্যান : প্রেক্ষিত আধুনিক বাংলার রুপকথার গল্প . (2024). TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL, 4(4 (PART - 2), 05-11. https://tirj.org.in/tirj/article/view/497