The world of Annadashankar’s children’s poems : Unparallel narratives of the independent girls/ অন্নদাশঙ্করের ছড়ার জগৎ : মেয়েদের স্বতন্ত্র সত্তা-নির্মিতির আখ্যান
Keywords:
- বাংলা সাহিত্য,
- ছড়া,
- লোকসাহিত্য,
- শিশুসাহিত্য,
- রবীন্দ্রনাথ ঠাকুর,
- অন্নদাশঙ্কর,
- ঘুমপাড়ানিয়া ছড়া,
- সুকুমারী,
- লিঙ্গনির্মিতি
Abstract
বাংলা সাহিত্যে ‘ছড়া’ খুব গুরুত্বপূর্ণ একটি সংরূপ। ছড়ার প্রাথমিক পরিচিতি লোকসাহিত্যের অন্যতম শাখা হিসেবে। পরে অবশ্য যখন সচেতনভাবে ছড়া লিখিত হতে শুরু করে, তখন থেকে তা অভিজাত সাহিত্যের অন্তর্গত হয়। তবে ছড়ার এই প্রচলিত পরিচিতির বাইরে তার অন্যতম পরিচিতি শিশুসাহিত্যের অন্তর্ভুক্ত একটি শ্রেণি হিসেবে।
বাংলার প্রান্তিক জনজীবনে ছড়া বহুকাল ধরে প্রচলিত। তার উৎস, রচয়িতা, রচনাকাল প্রায় সবটাই অজানা, অনুমাননির্ভর। কিন্তু মৌখিক পরম্পরায় বাহিত এই ছড়াগুলি যেহেতু সামাজিক ও ঐতিহাসিক দলিল, সেহেতু উনিশ শতকের শেষ পর্ব থেকে ছড়া সংগ্রহ ও সংকলনের বিশেষ উৎসাহ লক্ষ করা যায় পণ্ডিত মহলে। ছড়ার মাধ্যমে দেশীয় ঐতিহ্যের সংরক্ষণের উদ্যোগে একধরনের জাতীয়তাবাদী মানসিকতার উন্মেষ ঘটে। এই সময়ের অন্যতম প্রধান ছড়া সংগ্রাহক রবীন্দ্রনাথ ঠাকুর ১৩০১ বঙ্গাব্দে লিখিত ‘লোকসাহিত্য’ প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত ‘ছেলেভুলানো ছড়া’ প্রবন্ধ দুটিতে মোট ৮১টি ছড়ার উল্লেখ করেছেন এবং বিস্তারিত বিশ্লেষণ করেছেন। তিনিই আমাদের সর্বপ্রথম ভাবতে শেখান যে, বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছড়াগুলি শুধুই লোকসাহিত্য নয়, তার মূল আবেদন হৃদয়ের কাছে, শিশুমনের কাছে; অতএব, এগুলি নিঃসন্দেহে শিশুসাহিত্য।
লোকসাহিত্য ও শিশুসাহিত্য— ছড়ার এই দ্বান্দ্বিক অবস্থান বর্তমান আলোচনার উপজীব্য নয়। ছড়ায় মেয়েদের কথা কীভাবে বিধৃত হয়েছে, আমরা তা দেখতে চাইব এই প্রবন্ধে। তবে সীমিত পরিসরে ছড়ার পূর্ণ জগতে আলোকপাত করা অসম্ভব। তাই উক্ত প্রবন্ধে আমরা সন্ধান করব বাংলা ভাষার বিশেষ এক ছড়াকারের মৌলিক ছড়ার জগতে মেয়েদের অবস্থিতিকে।
Downloads
References
১. ঠাকুর, রবীন্দ্রনাথ, “ছেলেভুলানো ছড়া”, ‘লোকসাহিত্য’, রবীন্দ্র রচনাবলী: দ্বিতীয়খণ্ড (জন্মশতবার্ষিক সংস্করণ), কলকাতা, পশ্চিমবঙ্গ সরকার, ১৩৬৮ বঙ্গাব্দ, পৃ. ৬৮৯
২. তদেব, পৃ. ৬৯০
৩. ভদ্র, কালিদাস, সম্পাদিত, ‘প্রসঙ্গ অন্নদাশঙ্কর’, কলকাতা, রেসন্স, ২০০০, পৃ. ৩১
৪. Collins Cobuild, Essential English Dictionary, London, William Collins Sons & Co Ltd, 1988, p. 16
৫. https://en.wikipedia.org/wiki/Adventure_fiction on 13.05.2025, at 10.56 am
৬. রায়, অন্নদাশঙ্কর, রায়, ‘ছড়া সমগ্র’, কলকাতা, বাণীশিল্প, ২০০৩, পৃ. ৪১
৭. তদেব, পৃ.৭২
৮. ঠাকুর, রবীন্দ্রনাথ, “ছেলেভুলানো ছড়া”, ‘লোকসাহিত্য’, রবীন্দ্র রচনাবলী: দ্বিতীয়খণ্ড (জন্মশতবার্ষিক সংস্করণ), কলকাতা, পশ্চিমবঙ্গ সরকার, ১৩৬৮ বঙ্গাব্দ, পৃ. ৬৮১
৯. তদেব, পৃ. ৬৭১
১০. তদেব,পৃ. ৬৭৩
১১. তদেব,পৃ. ৬৭৬
১২. রায়, অন্নদাশঙ্কর, ‘ছড়া সমগ্র’, কলকাতা, বাণীশিল্প, ২০০৩, পৃ. ১৩৪
১৩. তদেব, পৃ. ৭০
১৪. তদেব, পৃ. ১৯০
১৫. তদেব, পৃ. ১৭৮-১৭৯
১৬. চট্টোপাধ্যায়, প্রণব, “ছড়াকার অন্নদাশঙ্কর”, কালিদাস ভদ্র সম্পাদিত, ‘প্রসঙ্গ অন্নদাশঙ্কর’, কলকাতা, রেসনস, ২০০০, পৃ. ১৬৫
১৭. তদেব, পৃ. ১৬৭