Ajay Bhattacharya's songs/ অজয় ভট্টাচার্যের গান
Keywords:
- আধুনিক গান,
- চলচ্চিত্রের গান,
- কালিদাস,
- পদাবলী,
- রবীন্দ্রনাথ,
- সাম্যবাদ
Abstract
পঞ্চ কবির বাংলা গান বাঙালির পরম পাওয়া। তৎ পরবর্তীতে যেসমস্ত গীতিকার বাংলা গানের জগতে উল্লেখযোগ্য নাম হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁদের মধ্যে অজয় ভট্টাচার্য অন্যতম। কুমিল্লার কৃতি মানুষটি ছাত্রাবস্থা থেকেই সাহিত্য রচনায় দক্ষ ছিলেন। নজরুলের দ্বারা প্রভাবিত হয়ে ‘ধুমকেতু’ পত্রিকায় তাঁর পথ চলা শুরু হলেও পরবর্তীতে বাস্তববাদ এবং সাম্যবাদ তাঁকে প্রেরণা দেয়। অনুবাদে তিনি দক্ষ ছিলেন। অসংখ্য বিদেশী সাহিত্যের সাবলীল অনুবাদ করেছেন তিনি। বাংলা চলচ্চিত্রের জন্য কাহিনী রচনা করেছেন সারথকতার সঙ্গে, তথাপি তাঁর প্রতিভার সার্বিক প্রকাশ করেছে গানে। অজয় ভট্টাচার্য আধুনিক গান, ভক্তিগীতি, কাব্যগীতের পাশাপাশি পল্লী সংগীত, বাউল, ভাটিয়ালি গান রচনা করেছিলেন। চলচ্চিত্র রবীন্দ্র সংগীতের সঙ্গে সঙ্গে বহু ক্ষেত্রে তাঁর গান ব্যবহৃত হয়েছে অবলীলায়।গান রচনায় সংস্কৃত সাহিত্য বিশেষতঃ কালিদাস দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন। মহাজনের পদাবলী থেকে শুরু করে রবীন্দ্রনাথ, তিনি প্রভাবিত হয়েছিলেন বারবার। তাঁর কাব্যকৃতি নিয়ে যথাযথ আলোচনা করেছিলেন দিলীপ কুমার রায়। পারস্য কবির সঙ্গে তিনি অজয় ভট্টাচার্যের মিল দেখেছিলেন অনেক। অজয় ভট্টাচার্য রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত হয়েছিলেন সবচেয়ে বেশি। বহুক্ষেত্রে শুধুমাত্র শব্দ ব্যবহারই নয়, রবীন্দ্র শব্দবন্ধ ব্যবহারেও তিনি বারবার করেছেন। রবীন্দ্র কবিতার সার তাঁর গানে আপন বৈশিষ্ট্য নিয়ে বিকশিত হয়েছে। রবীন্দ্র কবিতার ঝঙ্কার তাঁর গানে ফিরে ফিরে এসেছে। বন্ধু পঙ্কজকুমার মল্লিকের অনুরোধে তিনি রবীন্দ্র অনুকরণে দুখানি গান লেখেন — যা অত্যন্ত জনপ্রিয় হয়। রবীন্দ্র দার্শনিকতা অজয় ভট্টাচার্যকে প্রভাবিত করেছে। সংস্কৃত সাহিত্যের সর্বোত্তম কবি কালিদাস তাঁর কাব্যে এসেছে বেশ কয়েকবার। মেঘদুতের দ্বারা প্রভাবিত হয়ে তিনি গান রচনা করেছেন। পদাবলিও তাঁকে প্রভাবিত করেছে। ধ্রুপদী সাহিত্যের পাশাপাশি লোক সংগীত তাঁকে প্রভাবিত করেছে। ভাটিয়ালি গান তিনি রচনা করেছেন, রচনা করেছেন বাউল গানও। কমিউনিস্ট ভাবধারার প্রতিকার সমর্থন থাকার জন্য তাঁর বেশ কিছু গানে সে প্রভাব লক্ষ্য করা যায় যায়। তাঁর গানের ভাষা অত্যন্ত সহজ সরল—বাহুল্যবর্জিত। শব্দ ব্যবহারের পাশাপাশি ছন্দ এবং অলংকারের ব্যবহার অত্যন্ত স্বভাবসিদ্ধ সাবলীল। গান রচনা করলেও অজয় ভট্টাচার্য মূলত কবি। গানের কাঠামোতএ এই বিষয়টি লক্ষণীয়। অজয় ভট্টাচার্য তাঁর স্বল্প জীবনে দেড় হাজারের বেশি গান রচনা করেছেন। সংখ্যা এবং গুণগত মান রক্ষা করে তা বঙ্গ সাহিত্যে যে নতুন মাত্রা সংযোজন করেছে তাতে কোন সন্দেহ নেই।
Downloads
References
১. ভট্টাচার্য, অজয়, সৈনিক ও অন্যান্য কবিতা, পূর্বাশা প্রেস, গণেশচন্দ্র এভিন্যু, কলিকাতা, প্রথম সংস্করণ, পৃ.২১
২. ভট্টাচার্য, রেণুকা (সম্পাদনা), অজয় ভট্টাচার্যের গান, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, কলকাতা ৭০০০৩৩, পৃ. ১১৪
৩. ভট্টাচার্য, অজয়, অজয়-গীত সংগ্রহ, এম সি সরকার এন্ড সন্স প্রাইভেট লিমিটেড, ১৪ বঙ্কিম চাটুজ্যে স্ট্রীট, কলিকাতা ১২, প্রথম প্রকাশ, ভাদ্র ১৩৮২, পৃ. ২৫
৪. ভট্টাচার্য, রেণুকা (সম্পাদনা), অজয় ভট্টাচার্যের গান, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, কলকাতা ৭০০০৩৩, পৃ. ১১৪
৫. তদেব
৬. তদেব, পৃ. ১২
৭. তদেব, পৃ. ১৮
৮. তদেব, পৃ. ২৯