Published Paper Details:

ABDUL JABBARER ELISHMARIR CHAR : PESHAY GHANISTHO JELE MAJHIDER JIBAN.

DIBYENDU GHOSH     

পেশা, মহাজনী নিপীড়ন, যন্ত্রসভ্যতার আগ্রাসন, শ্রেণীবদ্ধ সংগ্রাম, শোষণমুক্তি

কথাসাহিত্যিক আব্দুল জব্বারের 'ইলিশমারির চর' উপন্যাসে জেলে-মাঝিদের জীবনের নিখুঁত ছবি উপস্থাপিত। বিশেষত ঐ সম্প্রদায় কেমনভাবে নিজেদের পেশাকে অবলম্বন করে জীবনযাপন করে তা নিয়ে শৌখিন কাব্যবিলাস নয়, বরং বাস্তবঘনিষ্ঠতার স্বাদে এ উপন্যাস সম্পৃক্ত। কুসীদজীবীর পীড়নে দুর্দশাগ্রস্ত জীবনের কথা তো রয়েইছে উপরন্তু সমাজতন্নিষ্ঠ গবেষকের মতো লেখক দেখিয়েছেন কেমনভাবে বংশগত পেশা থেকে উৎখাত হয়ে যন্ত্রসভ্যতার করাল গ্রাসের কাছে নিজেদের সঁপে দিতে বাধ্য হচ্ছে ঐ গোষ্ঠীর লোকেরা। তবে নিরাশাতেই শেষ নয়, ঔপন্যাসিক দেখিয়েছেন কীভাবে নিপীড়িত মানুষ নিজেদের শ্রেণীস্বার্থবুদ্ধিতে একত্রিত হয়ে কঠিন প্রতিরোধ গড়েছে অর্থলিপ্সু মহাজনদের বিরুদ্ধে। নির্দিষ্ট পেশালগ্ন মেহনতী মানুষদের জয় শোষণমুক্তির ইউটোপিয়ান জগৎকে মাটির কাছাকাছি এনে ফেলেছে।

Paper ID : tirj/January22/article-4

Page No : 39 - 44

Published In : Volume – 2, Issue – 01, January 2022

DOI (Digital Object Identifier) :  http://doi.one/10.1750/TIRJ.30438

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License