Published Paper Details:
Vasha Paribartan O Vasha boichitra : Vasha bigyaner Bivinna Dharar Prekkhite.
Supriya Biswas
ভাষা পরিবর্তন, ভাষা বৈচিত্র্য, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান (Historical Linguistic), সমাজ ভাষাবিজ্ঞান (Socio Linguistic), সংবর্তনী সঞ্জননী ভাষাবিজ্ঞান (Transformative Generative Grammar), শৈলীবিজ্ঞান (Stylistic)।
ভাষাবিজ্ঞান চর্চায় ভাষা পরিবর্তন ও ভাষা বৈচিত্র্যকে নির্দিষ্ট একটা কাঠামোয় আবদ্ধ না রেখে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোন থেকে ভিন্ন ভিন্ন তত্ত্বের আলোকে বিষয়টিকে যথার্থভাব উপস্থাপন করা যায়। প্রবাহমান সময়ের সাথে ভাষার চলন সর্বদা সমভিমুখী। সময়, স্থান, ব্যক্তি, শ্রেণি, বয়স, শিক্ষা, লিঙ্গ, পেশা, ধর্ম, প্রকাশ ভঙ্গি, উপলক্ষ্য, বক্তা-শ্রোতা ইত্যাদি নানান সূচকের ভিত্তিতে ভাষা পরিবর্তিত হয়। এই পরিবর্তন ধ্বনিতাত্ত্বিক, শব্দার্থতাত্ত্বিক বা আন্বয়িক ক্ষেত্রে যেমন সংগঠিত হতে পারে তেমনি সম্পূর্ণ ভাষা বা ভাষারীতির ক্ষেত্রেও সংগঠিত হতে পারে। ভাষায় অতি ক্ষুদ্র থেকে অতি বৃহৎ এবং অতি সরল থেকে অতি জটিল পরিবর্তনের সূত্র ধরে ভাষায় বৈচিত্র্য আসে।
আমরা সকলেই জানি ভাষাবিজ্ঞান আলোচনার বিভিন্ন ধারা রয়েছে; যেমন– ঐতিহাসিক ভাষাবিজ্ঞান (Historical Linguistic), সমাজ ভাষাবিজ্ঞান (Socio Linguistic), সংবর্তনী সঞ্জননী ভাষাবিজ্ঞান (Transformative Generative Grammar), শৈলীবিজ্ঞান (Stylistic), মনোভাষাবিজ্ঞান (Psycho Linguistic) ইত্যাদি। ভাষা পরিবর্তন ও ভাষা বৈচিত্র্য সমাজ ভাষাবিজ্ঞানের বহুল চর্চিত একটি বিষয় হিসাবে স্বীকৃত হলেও তা সমাজ ভাষাবিজ্ঞানের পাশাপাশি ভাষাবিজ্ঞানের অন্যান্য ধারার সাপেক্ষেও বিশ্লেষণ করা যায়।
আলোচ্য প্রবন্ধে সংক্ষিপ্ত আকারে ভাষাবিজ্ঞানের মূল কয়েকটি ধারার (ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, সমাজ ভাষাবিজ্ঞান, সংবর্তনী সঞ্জননী ভাষাবিজ্ঞান, শৈলীবিজ্ঞান) সাপেক্ষে ভাষা পরিবর্তন ও ভাষা বৈচিত্র্যকে সামগ্রিক আকারে উপস্থাপন করার চেষ্টা করব।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/July/21/article-2
Page No : 5 – 16
Published In :Volume 1, Issue 3, July 2021
DOI (Digital Object Identifier) :
E ISSN : 2583-0848
Creative Commons Attribution 4.0 International License
Article link : https://tirj.org.in/vol-01-issue-03-jul-2021/
Article Download link : https://tirj.org.in/wp-content/uploads/2022/01/vasha-paribartan-o-vasha-boichitra.tirj_.pdf