Published Paper Details:

SWAPNAMOY CHAKRABORTYR CHOTO GALPO: LOKOJO UPADAN.

UJJWAL MISHRAA   

লোকজ উপাদান, ভূমিসূত্র, অষ্টচরণ ষোলো হাঁটু’, ভগবান-নকুলদানা, জার্সি গরুর উল্টো বাচ্চা, পঞ্চাশটি গল্প, সব গল্প মেয়েদের

সত্তরের দশকের বাংলা ছোটগল্পকারদের মধ্যে স্বপ্নময় চক্রবর্তী একটি অতি পরিচিত নাম। রসায়নে স্নাতক স্বপ্নময়ের সাহিত্য জীবনের শুরু কবিতায়, স্কুল ম্যাগাজিনে, পরে ‘নন্দন’ ও অন্যান্য ছোট পত্রিকায়। ১৯৬৯ সাল থেকে গল্প লেখার সূচনা। ‘মধ্যাহ্ন’ পত্রিকায় পরপর প্রকাশিত হয় ‘আলো জ্বালাবার গল্প’ এবং ‘যোজন বিস্তৃত’, তারপর ‘অমৃত’ পত্রিকায় ‘বাঁধানো দাঁত’। তবে নিয়ম করে অধিক লেখালেখি শুরু হয় ১৯৭৮ সাল থেকে। দীর্ঘ ত্রিশ-চল্লিশ বছর ধরে লিখিত তাঁর ছোটগল্পগুলিতে পরিদৃষ্ট হয় আর্থসামাজিক প্রেক্ষাপটে নারী ও পুরুষ চরিত্রগুলির অস্তিত্ব সংকট, যন্ত্রবাদ এবং মানবজীবন। এর পাশাপাশি যে বিষয়টি অতি আকর্ষণীয়, তা হল শিষ্ট সাহিত্যের মধ্যে লোকজ উপাদানের উপস্থিতি।

         তাঁর লেখা গল্পের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় ৩৫০ ছাড়িয়েছে, যেগুলির ব্যাখ্যা-বিশ্লেষণে প্রায় প্রতিটিতেই পরিদৃষ্ট হয় লোকজ উপাদান। তাঁর লিখিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলি হল – ‘ভূমিসূত্র’(১৯৮২), ‘অষ্টচরণ ষোলো হাঁটু’(১৯৮৮), ‘ভিডিও-ভগবান-নকুলদানা’(১৯৯২), ‘জার্সি গরুর উল্টো বাচ্চা’(১৯৯৪), ‘পঞ্চাশটি গল্প’(২০০৬), ‘সব গল্প মেয়েদের’(১৪২৪, মাঘ), ‘স্বনির্বাচিত স্বপ্নময়’(২০১৪), ‘গরু গম্ভীর গরুতর’(২০১৯) ইত্যাদি। গল্পকার স্বপ্নময় সিরিয়াস সাহিত্য রচনা করতে বসে যেভাবে লোকজ উপাদানগুলির ব্যবহার করেছেন, তা ভাবলে আশ্চর্য হতে হবে।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/April/22/article-14

Page No : 109 – 117

Published In :Volume 2, Issue 2, April 2022

DOI (Digital Object Identifier) : http://doi.one/10.1750/TIRJ.30404

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License