Published Paper Details:

JHARESHWAR CHATTOPAADHYAAY ER SWAJANBHUMI : SMRITIR MONIKOTHAY TEBHAGA AANDOLAN O MANUSHER JIBON JANTRANAR DARPAN.

RITA MURARI 

তেভাগা আন্দোলন, জমিদার, পুলিশি-নির্যাতন, অতুল কামিল্যা, স্মৃতিচারণা, নোনাভূমি, চাষি, ভেস্টেড, শহীদ।

প্রখ্যাত কথাসাহিত্যিক ও নিম্নবর্গের কথাকার ঝড়েশ্বর চট্টোপাধ্যায় বর্তমান সময়ের একজন বিশিষ্ট লেখক। তাঁর রচনায় বাদা বা নোনাভূমিতে বসবাসকারী মানুষের জীবনযন্ত্রণার বাস্তব চিত্র তুলে ধরেছেন অবলীলায়। তেভাগা আন্দোলনের পটভূমিতে বিভিন্ন চরিত্রের স্মৃতিকথায় ‘স্বজনভূমি’ উপন্যাসে উঠে এসেছে পুলিশের অকথ্য নির্যাতন, জমিদার-জোতদারদের নির্মম শোষণ প্রক্রিয়ার খুঁটিনাটি বিবরণ। বিপ্লবী কংসারী হালদারের ঘনিষ্ঠ হওয়ার কারণে ঝড়েশ্বর চট্টোপাধ্যায় তেভাগা আন্দোলনের বহু অজানা তথ্য সংগ্রহ করতে সমর্থ হয়েছিলেন। কাকদ্বীপ, সোনারপুর ও ভাঙড়ের লক্ষ লক্ষ ভাগচাষি ও ক্ষেতমজুরদের নিয়ে আন্দোলনের অন্যতম নেতা অতুল কামিল্যা দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়েছেন তেভাগার অধিকার নিয়ে। ‘তেভাগা’ অর্থাৎ তিনটি ভাগ যার। এই ভাগ চেয়েছে মূলত ভাগচাষিরা বা বর্গাচাষিরা তাদের উৎপাদিত ফসলের। জমির উৎপাদিত ফসলের তিন ভাগের দুই ভাগ দাবি করে চাষি এবং এক ভাগ মালিক— এই ধারণা এবং চাষিদের ন্যায্য দাবি থেকেই ১৯৪৬-৪৮ সাল তৎকালীন পূর্ববঙ্গ ও পশ্চিমমঙ্গের বিভিন্ন জেলায় সংঘটিত হয়েছে তেভাগা আন্দোলন। ‘স্বজনভূমি’ উপন্যাসে গজেন মালি, অতুল কামিল্যা, রতিকান্ত, অশ্বিনী, সরোজিনীদের লড়াই-এর বাস্তবোচিত চিত্র উদ্ভাসিত হয়েছে। নিতাই, দেবেন, রতিকান্তদের স্মৃতিকথায় কংসারী হালদার, অশোক বোস, প্রভাস রায়, গুণধর, জগন্নাথ, যতীন মাইতি, মন্মথ ঘড়ুই, তাহের মিঞাদের সঙ্গে বহু সাধারণ চাষি আন্দোলনে সামিল হয়েছে নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য। এই আন্দোলনে পুরুষ-মহিলা নির্বিশেষে অত্যাচারিত ও লাঞ্ছিত হয়েছে। এই অত্যাচারিত মানুষগুলির মধ্যে এখনও বেঁচে রয়েছেন অতুল কামিল্যা ও খগেন মাইতি। তাঁদের যুবক বয়সের লড়াকু জীবনের স্মৃতিকথা এই বার্ধক্য বয়সে মানসপটে এখনও জ্বলজ্বল করছে। আন্দোলনের দুর্বিষহ দিনগুলিকে তাই তাঁরা কোনমতেই ভুলতে পারছেন না। দেবেন মালি পিতা গজেন মালির সংগ্রামী জীবনের প্রসঙ্গ তুলে গর্ববোধ করলেও বৃদ্ধ অতুল কিংবা খগেন বর্তমান প্রজন্মের কাছে গুরুত্বহীন হয়ে পড়েছেন। তাঁরা আন্দোলনের প্রত্যক্ষ সংগ্রামী অথচ তাঁদেরকে বর্তমানের মানুষজন সেইভাবে সম্মান ও সমাদর করেনা। নিঃস্বার্থ লড়াই-এ সকল মানুষের অধিকারের বিষয়টি প্রচ্ছন্ন থাকলেও বর্তমান প্রজন্মের মানুষের স্বার্থপরতা, লোভ, বিলাসিতা অতুল কামিল্যা ও খগেন মাইতিদের অন্তরাত্মাকে সপাটে আঘাত করে। নোনাভূমির মাটিতে অতুল কামিল্যা, সরোজিনী, অশ্বিনী, রতিকান্ত, গজেন মালি, খগেন মাইতিদের আন্দোলন গ্রামের সচেতন মানুষের কাছে আজও স্মরণীয়। কাকদ্বীপ, নামখানা, ভাঙড় প্রভৃতি প্রত্যন্ত অঞ্চলের আনাচে কানাচে কান পাতলে আজও শোনা যায় আন্দোলনের মর্মান্তিক সুর। অতুলরা কীভাবে পুলিশের অকথ্য নির্যাতন, লাটদার ও শাসকের নির্মম অত্যাচার সহ্য করে নিজেদের দাবিদাওয়া নিয়ে আন্দোলনে অনড় ছিলেন ঝড়েশ্বর চট্টোপাধ্যায়ের ‘স্বজনভূমি’ উপন্যাসে তারই জ্বলন্ত ইতিহাস আজও সাক্ষ্য বহন করে চলেছে।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/ October 22/article-22

Page No : 180-187

Published In :Volume 2, Issue 4

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License