Published Paper Details:
TILOTTAMA MAJUMDARER UPANNYASHE PRATIBANDHI CHARITRA : EKTI MULLYAN.
PAPPUSONA GANDHI
প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তি, দৃষ্টিপ্রতিবন্ধকতা, অস্থিসংক্রান্ত প্রতিবন্ধকতা, অন্তর্ভুক্তিমূলক সমাজ, প্রতিবন্ধকতাবিদ্যা, প্রতিবন্ধকতা আন্দোলন
আমাদের সমাজে প্রতিবন্ধকতা একটি অত্যন্ত স্বল্প আলোচিত বিষয়। মানবীবিদ্যার মতো সম্প্রতি প্রতিবন্ধকতাবিদ্যাও বিদ্যায়তনিক পরিসরে একটি বিশিষ্ট স্বীকৃতি লাভ করলেও এখনও বৃহত্তর জনসমাজে প্রতিবন্ধকতা বিষয়ে যথাযথ সচেতনতার যথেষ্ট অভাব পরিলক্ষিত হয়। এই অজ্ঞতার কারণেই প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের বিষয়ে সমাজে গড়ে উঠেছে বেশ কিছু মিথ বা ভ্রান্ত ধারণা। ফলে প্রতিবন্ধী মানুষদেরকে সমাজে হয় খুবই সম্ভ্রমের চোখে দেখা হয় নয়তো খুবই হীন প্রতিপন্ন করা হয়। প্রতিবন্ধকতা বিষয়ে সচেতনতাকল্পে এবং তাদের স্বাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বেশ কয়েক দশক ধরে সারা বিশ্বে সক্রিয় আন্দোলন সংঘঠিত হলেও এ বিষয়ে সাধারণ মানুষের জানাশোনা এখনও যথেষ্টই কম।
এতদ্যাবৎ রচিত হয়ে আসা বাংলা সাহিত্যেও প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের বিষয়ে মূলত উপরোক্ত ধরনের সমাজমানসিকতারই প্রতিফলন ঘটেছে। তবে তিলোত্তমা মজুমদার এ ক্ষেত্রে বেশ কিছুটা ব্যতিক্রমী। ভাবনা-চিন্তাগত বেশ কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তিনি তাঁর ‘বসুধারা’ উপন্যাসে অন্ধ এবং ‘ঝুমরা’ উপন্যাসে টোপর চরিত্রদুটির মধ্য দিয়ে যথেষ্ট সদর্থক ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টির ওপর আলোকপাত করেছেন।
এই প্রবন্ধে একদিকে যেমন আলোচিত হয়েছে তিলোত্তমা মজুমদার কিভাবে প্রতিবন্ধকতাকে দেখেছেন সেই বিষয়টি, তেমনই আনুষঙ্গিকভাবে আলোচনায় চলে এসেছে প্রতিবন্ধকতার যথার্থ প্রকৃতি ও স্বরূপসংক্রান্ত তাত্ত্বিক প্রস্থানের প্রসঙ্গ, প্রতিবন্ধী মানুষদের প্রতি সামাজিক মনোভাবের প্রসঙ্গ এবং প্রতিবন্ধী আন্দোলনের (Disability activism) কথা।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/July/22/article-16
Page No : 142 -153
Published In :Volume 2, Issue 3, July 2022
DOI (Digital Object Identifier) :
E ISSN : 2583-0848