Published Paper Details:
JAGADISH GUPTA :BYATIKRAMI SHILPITA SWAVAB.
SUBHASIS BHANJA
জগদীশ গুপ্ত, রাজনীতি, নিয়তিবাদ, বহুমত্রিকতা, আধুনিকতা, যৌনপ্রবৃত্তি, বহুকৌণিক স্বর।
জগদীশ গুপ্ত ছিলেন স্বল্পপরিচিত সাহিত্যিক। তাঁর সমকালে অন্যান্য সাহিত্যিক যেমন তারাশঙ্কর-বিভূতিভূষণ-মাণিক তিন বন্দোপাধ্যায় ও অন্যান্য আরোও অনেক লেখকদের তুলনায় তার জনপ্রিয়তা কম। অথচ তিনি প্রচুর ছোট গল্প ও কবিতা লিখেছেন। উপন্যাসের সংখ্যা সে তুলনায় অল্প হলেও চোখে না পড়ার মতো নয়। কল্লোল ও কালিকলম পত্রিকা কে আশ্রয় করে যে নতুন ধরনের কথা সাহিত্য রচনার প্রবণতা দেখা যায় তার একমাত্র সার্থক রূপকার জগদীশ গুপ্ত। সেই সময় কল্লোল যুগের লেখক এবং তিন বন্দ্যোপাধ্যায়— বিভূতি-তারাশঙ্কর-মানিকের জনপ্রিয়তার ছটায় তাঁকে, এমনকি ম্রিয়মাণ বললেও ভুল হবে, তিনি ছিলেন প্রায় লুপ্ত। যা তিনি লিখেছেন তার পরিমাণ নিতান্ত কম নয়, কল্লোল, কালি-কলম থেকে শুরু করে ভারতী, বঙ্গশ্রী, প্রবর্তক, হিন্দু, বিজলি, সোনার বাংলা, যুগান্তর, আনন্দবাজার প্রভৃতি বহু বহু পত্রিকাতেই তিনি নিয়মিত লিখে এসেছেন। অথচ কিছুটা বিস্ময়ের সঙ্গেই লক্ষ্য করা যায়, তৎকালীন পাঠক তাকে নিজেদের প্রিয় লেখক করে নিতে পারেননি। তিনি ছিলেন বাস্তববাদী সাহিত্যিক, তাঁর লেখায় বাস্তবতা, আধুনিকতা, নিয়তিবাদ, আশাবাদ এক বিশিষ্ট দিক প্রতিফলিত হয়েছে। মানুষের জীবনের আশা-আকাঙ্ক্ষা, কামনা-বাসনাকে ও সত্যের বাস্তব রূপায়ণ কে তিনি তার লেখাতে তুলে ধরেছেন। মানব জীবনের অন্ধকারময় সমাজ লেখাতে প্রতিফলিত। জগদীশ গুপ্ত অন্ধকার জগতের লেখক হিসেবে পরিচিত। বাস্তব ও সত্য তার লেখাতে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে। দস্তয়েভস্কির Underground man বা বিমল কর যাকে বলেছেন জলের তলার মানুষ তাকে লক্ষ্যণীয়ভাবে আবিষ্কার করেছেন জগদীশ গুপ্ত। এটাই তার প্রধান বৈশিষ্ট্য। জগৎ ও জীবন, ব্যক্তি ও সমাজ সম্পর্কে তীব্র তীক্ষ্ণ দৃষ্টি যা কিছু প্রতিষ্ঠাত তাকে বিনা যাচাইয়ে গ্রহণে আপত্তি, প্রচলিত মূল্যবোধে আস্থার অভাব, জীবন সম্পর্কে মনস্তাত্ত্বিক তীর্যক দৃষ্টি, কুটেষণা ও অন্তগূঢ় জটিলতা, গভীর পর্যবেক্ষণ শক্তি যে কথা শিল্পীর আধুনিক দৃষ্টি গড়ে তুলতে সাহায্য করে, এমন শিল্পী হলেন কল্লোল উত্তরকালের জগদীশ গুপ্ত। মানুষ তার সামাজিক জীবনে অন্যান্যদের সঙ্গে ব্যবহারের যতোই মহৎ সাজার চেষ্টা করুক, ভেতরে ভেতরে সে যে পাশব সত্ত্বা লালন করে, সেই স্তর থেকে সে যে খুব বেশি উন্নত হতে পারেনি এই সত্যই জগদীশ গুপ্ত উন্মোচিত করতে চেয়েছেন। এখানেই তিনি ব্যতিক্রমী স্বভাবের লেখক হয়ে উঠেছেন।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/ April23/article-40
Page No : 312-321
Published In :Volume 3, Issue 2
DOI (Digital Object Identifier) :
E ISSN : 2583-0848