Published Paper Details:

GANANATTYER NATTYA VASHA O BANGLA NATOK.

PHANI BHUSON MONDAL

ভারতীয় গণনাট্য সংঘ বা আই পি টি এ, পিপলস থিয়েটার, রাজনৈতিক ও সাংস্কৃতিক বামপন্থা, নাট্যদর্শন ও প্রকরণ, বিজন ভট্টাচার্য, নাট্যভাষা ও বাংলা নাটক।

ভারতীয় গণনাট্য সংঘ বা আই পি টি এ সর্বভারতীয় প্রেক্ষাপটে একদিনে গঠে ওঠেনি। ১৯৪৩ সালের ২৫ মে কমিউনিস্ট পার্টির প্রথম সম্মেলন থেকেই ভারতীয় গণনাট্য সংঘের সর্বভারতীয় কমিটি গঠিত হয়েছিল। যদিও তার বছর দুয়েক আগেই ১৯৪১ সালের এপ্রিল মাসে ব্যাঙ্গালোরেই শ্রীমতী অনিল ডিসিলভা’র উদ্যোগে ‘পিপলস থিয়েটার’ নামক একটা গণসাংস্কৃতিক সংগঠন গড়ে উঠেছিল। মাস তিনেক বাদেই তিনি ব্যাঙ্গালোর থেকে বোম্বাই চলে আসতে বাধ্য হন এবং তাঁর হাত ধরে ১৯৪২ সালের মে মাসে ‘পিপলস থিয়েটার’ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল। মনে রাখা জরুরী এর ঠিক এক বছর পর আই পি টি এ-র সর্বভারতীয় কমিটি গঠিত হয়েছিল। যদিও বোম্বাইয়ে ১৯৪৩ সালের ২৫ মে আই পি টি এ-র প্রথম সর্বভারতীয় সম্মেলনের আগে ব্যাঙ্গালোর ও বোম্বাই ছাড়াও মালাবার, যুক্তপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের মতো জায়গাতেও পিপলস থিয়েটারের আদর্শে ছোট আকারে হলেও সাংস্কৃতিক আন্দোলনের কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছিল। প্রসঙ্গত, এই ‘পিপলস থিয়েটার’ গড়ে তোলার নেপথ্যে রমাঁ রঁলার দ্য পিপলস থিয়েটার নামক বিখ্যাত বইটির একটা পরোক্ষ ভূমিকা ছিল। প্রগতি আন্দোলনের সুবাদে রলাঁর The Peoples Theater গ্রন্থটি লেখক সাহিত্যিক শিল্পী সাংস্কৃতিক কর্মী ও বুদ্ধিজীবী মহলে যথেষ্ট সাড়া ফেলেছিল। ভারতীয় কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক সংগঠন হিসেবে ভারতীয় গণনাট্য সংঘ ১৯৪৩ সাল থেকে ভারত তথা বাংলায় যে গণ-সংস্কৃতির চর্চায় লেখক শিল্পী সাহিত্যিকদের উদ্বুদ্ধ করেছিল তাদের মধ্যে বিজন ভট্টাচার্য প্রথমসারির অন্যতম নাট্যকার, অভিনেতা ও নির্দেশক। গণনাট্যের শুরুর পর্বে বিজন ভট্টাচার্যের আগুন, জবানবন্দীনবান্ন নাটক তিনটির পাশাপাশি বিনয় ঘোষের ল্যাবরেটরী, মনোরঞ্জন ভট্টাচার্যের হোমিওপ্যাথি, সুনীল চট্টোপাধ্যায়ের কেরানীঅঞ্জনগড় ইত্যাদি নাটক রচিত হয়েছিল। আমরা এখানে বিজন ভট্টাচার্যের তিনটি নাটকের পাশাপাশি অন্যান্য নাটকগুলিরও একটা সংক্ষিপ্ত তুলনামূলক পর্যালোচনা করে দেখার চেষ্টা করবো কীভাবে গণনাট্যের নাট্যভাষা বাংলা নাটকের স্বতন্ত্র পথ নির্মাণ করেছিল?

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/ April23/article-38

Page No : 291-304

Published In :Volume 3, Issue 2

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License