Published Paper Details:
MALLIKA SEN GUPTER KOBITA : SHASHWATA NARIR GATHA.
JAHNAVI JHA
মল্লিকা সেনগুপ্ত, নারীচেতনাবাদ, নারীবাদী কবিতা, আমি সিন্ধুর মেয়ে, বালিকা ও দুষ্টলোক।
পঞ্চাশের কবি বিনয় মজুমদার একবার বলেছিলেন, ‘কবিতা প্রকৃতপক্ষে জননীরাই লেখেন।’১ একথার সারবত্তা মেনে নিতে হয় এ জন্যই যে, স্বদেশ ও বিদেশে কবিতার উৎস খুঁজতে গেলে দেখা যায়, মেয়েরা শিশুকে আদর জানাতে, ঘুম পাড়াতে যে গান গায় গাইত, ছড়া বলতো, সেটাই ছিল কবিতার আঁতুড়ঘর। যে রূপকথা শুনে শুনে আজও পুরোনো হয় নাই, সেখানে গৃহবন্দী ও স্বামীর শাসনে, সমাজের অনুশাসনে বাঁধা অসহায় নারীর আকুলতা কি দেখি না? রাক্ষস বা দেত্যপুরী থেকে রাজকন্যার মুক্তিবাসনা, লালকমল-নীল কমলের জন্য মায়ের আশার মধ্যে নারীর যন্ত্রনা ও স্বপ্নই খুঁজে পাই। মনে হয়, আমাদের ছেলেভোলানো ছড়ার মধ্যে নারীচেতনাবাদের বীজ ও নারীবাদী কবিতার সূত্র খুঁজে পাওয়া সম্ভব।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/ April23/article-36
Page No : 276-283
Published In :Volume 3, Issue 2
DOI (Digital Object Identifier) :
E ISSN : 2583-0848