Published Paper Details:

PRAK SWADHINATA PARBE KOBITA RACHANAY BANGALI MUSLIM LEKHIKADER ABADAN.

SERINA KHATOON

উনিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে বিশ শতকের প্রথমার্ধ পর্যন্ত সময়পর্বে বাঙালি মুসলমান লেখিকাদের কাব্যচর্চার মাধ্যমে এক স্বতন্ত্র ভাষ্যের সূচনা করেছিলেন। তাঁদের আত্মপ্রতিষ্ঠার প্রক্রিয়া ছিল এক চাঞ্চল্যকর বিষয়। কেননা তা অতীতের বাঙালি মুসলমান সমাজের গড়ে ওঠা মতাদর্শকে দিয়েছিল আধুনিকীকরণের এক নতুন চ্যালেঞ্জ। বাঙালি মুসলমান লেখিকা কাব্যচর্চার মাধ্যমে যে ভাষ্যের স্বতন্ত্র রূপ গড়ে তুলেছিলেন সেখানে তাঁরা বিশেষত সমকালীন নারীদের পরিচয়, সমাজ, ঘর ও বাইরের পৃথিবীর মুসলমান বাঙালিত্ব প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার সৃষ্টি করছিল, সেই জটিল বিষয়গুলি প্রাধান্য দিয়েছিলেন। একদিকে ছিল তাঁদের ব্যক্তিগত পারিবারিক ও ধর্মসম্প্রদায়গত সংস্কার, অপরদিকে বাঙালিত্বের প্রতি দায়বদ্ধতা। ধর্ম এবং জাতি এই দুইয়ের দোলাচলতা বারংবার আলোড়িত করে চলেছে বাঙালি মুসলমান নারীসত্তাকে। এই প্রতিকূল পরিবেশে কবিতা রচনার সাহায্যে তাঁরা সাহিত্য জগতে হাতেখড়ি করেছিলন, এবং একের পর মহিলা কবি কবিতা রচনা করে গিয়েছেন। তাঁদের রচিত কবিতা গুলো প্রাক্ স্বাধীনতা পর্বে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিল, একই ভাবে বর্তমান কালেও বাংলা সাহিত্যের অমূল্য সম্পাদ। বাঙালি মুসলমান মহিলা কবিরা কবিতায় সর্বপ্রথম প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। তাঁদের রচনার বিষয় বস্তু রূপে ধরা দিয়েছিল নারীমুক্ত, নারীশিক্ষা, ব্যক্তিগত জীবনের প্রেম-ভলোবাসা-ব্যর্থতা, দ্যম্পত্য-জীবন, প্রকৃতি-প্রেম, ঈশ্বর সাধনা, স্বদেশপ্রেম ইত্যাদি। এই গুলো অত্যন্ত সহজ সরল ভাষায় অন্তরের ভাব ও অনুভূতিকে কবিতায় প্রকাশ করেছিলেন। জীবনের অতিসাধারণ বিষয় গুলো নির্বাচনে কবিরা প্রশংসার যোগ্য।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/ April23/article-34

Page No : 259-266

Published In :Volume 3, Issue 2

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License