Published Paper Details:

RABINDRA UPONNYASE BYATIKRAMI NARI : PREKKHIT ‘GHORE BAIRE’ UPONNYASER BIMALA CHARITRA.

ASMITA ROY

ব্যতিক্রমী, স্বাতন্ত্র, ব্যক্তিস্বাধীনতা, যুগোত্তীর্ণ, আধুনিক, প্রাগ্রসর।

বর্তমান কালে নারী স্বাধীনতা, নারীর অধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয় গুলো নিয়ে যেমন সকলেই সোচ্চার, কিন্তু কিছুদিন পূর্বেও আমাদের সমাজের অবস্থা এমন ছিল না। তখন নারী শুধুমাত্রই অন্তঃপুরবাসিনী, পরাশ্রিত, স্বামীগতপ্রাণা, অবলা রূপেই সংসারে নিজের পরিচয় পেয়েছিল। নিজের অধিকার বা দাবী সম্বন্ধে তারা কখনোই মুখ খুলতে পারেনি। কেবল সংসারের যাতাকলেই পৃষ্ঠ হয়ে এসেছে সে। কিন্তু দীর্ঘদিনের অবহেলা ও অত্যাচারের অবসান ঘটিয়ে এবার নারী স্ব-মহিমায় নিজের পরিচয় পেল সংসারে এবং এই পুরুষতান্ত্রিক সমাজের প্রচ্ছন্ন ঘেরাটোপকে অতিক্রম করে নিজের স্বাতন্ত্র এবং নিজস্বতাকে প্রতিষ্ঠা দিতে সক্ষম হল। বিশেষ করে সাহিত্য ক্ষেত্রে রবীন্দ্র কথাসাহিত্যে নারীরা নিজেদের অধিকার নিয়ে নিঃসঙ্কোচে এগিয়ে আসলেন পাঠক দরবারে। কারণ রবীন্দ্রনাথের আবির্ভাব ও জীবনকাল অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর শেষভাগ ও বিংশ শতাব্দীর প্রথমভাগে সমস্ত বিশ্ব জুড়েই আধুনিকতার ঢেউ আছড়ে পড়েছিল। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সমস্ত ক্ষেত্রেই এই যুগের হাওয়া বইছিল। রবীন্দ্রনাথও এই নতুনত্বের স্বাদ আত্মস্থ করেছিলেন এবং সাহিত্যে তার প্রতিচ্ছবি তুলে ধরেছিলেন। এই ভাবধারার বশবর্তী হয়েই তিনি বিশেষ করে তাঁর কথাসাহিত্যের নারী চরিত্র গুলোকে আত্মপ্রত্যয় ও আত্মগরিমায় উজ্জ্বল চরিত্ররূপে এঁকেছেন। তাই তো ‘বিমলার’ মত ব্যতিক্রমী নারী চরিত্রের আগমন ঘটল রবীন্দ্র উপন্যাসে। তাই সমকালীন কথাসাহিত্যের নারী চরিত্র গুলো থেকে বিমলা চরিত্রের স্বাতন্ত্র, অভিনবত্ব ও আধুনিকতার বিশ্লেষণ করাই হচ্ছে এই প্রবন্ধের উদ্দেশ্য।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/ April23/article-21

Page No :  145-149

Published In :Volume 3, Issue 2

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License