Published Paper Details:

NIMNYA BARGER CHETANAR UNMESHE ‘TITAS AKTI NADIR NAM’ AR PRASHANGIKATA.

PROBALI DAS

জীবনের উত্তরণ, জনগোষ্ঠীর জীবন্তসত্তা, অর্থনৈতিক সংকট, নদী ও জীবনের একত্বসাধন।

         ভারতবর্ষে ঔপনিবেশিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে ক্ষমতাবান ও ক্ষমতাহীনতার মানদন্ডে উচ্চবর্গ ও নিম্নবর্গের চিহ্নিতকরন করা অনেকক্ষেত্রে সম্ভবপর হয়েছে। দেশীয় আঞ্চলিক ও স্হানীয় প্রভুদের যাদের তথাকথিত ভাবে আমরা শোষক হিসেবে মনে করি তাদের ক্ষমতাহীন, দরিদ্র, শ্রমজীবী, জাতি বর্ণ পেশাগত ভাবে মর্যদাহীন শ্রেনীবর্গের সঙ্গে প্রভুত্ব ও অধীনতার সম্পর্ক রয়েছে।  

          এ প্রসঙ্গে বলতে হয় -

“আধিপত্যকামী, উপনিবেশবাদী কীভাবে ক্ষমতাহীন অধীনের ইতিহাস, রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতির ওপর আধিপত্য কায়েম করে এবং তাতে নিম্নবর্গের আচরণ, আদর্শ ও বিশ্বাসের কী প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তারই বিবরণ অভিজাতকেন্দ্রিক ইতিহাসের বিপরীতে সাধারণ নিপীড়িত তথা নিম্নবর্গের মানুষের ইতিহাস বর্ণিত হয়।”১ 

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/ April23/article-19

Page No : 136-140

Published In :Volume 3, Issue 2

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License