Published Paper Details:

GUNAMAY MANNAR UPANYAAS ‘JANANI’ AKTI PARJALOCHANA.

 PAPPUSONA GANDHI

খাদ্য সংকট, কন্ট্রোলব্যবস্থা, পুলিশ পেট্রল, কালোবাজারি, মন্বন্তর, নৈরাশ্যজনক স্বাধীনতা, ধ্বস্ত ও অপচয়িত মানবজীবন।

স্বাধীনতা-উত্তরকালের একজন বিশিষ্ট ঔপন্যাসিক গুণময় মান্নার একটি উল্লেখযোগ্য উপন্যাস ‘জননী’ (আষাঢ় ১৩৬২)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের দেশে দালাল ও ফড়েদের নিয়ে একটি নতুন শ্রেণীর উদ্ভব হয় যারা অল্প পরিশ্রমেই অনেক বেশি অর্থ উপার্জনে তত্পর হয়ে উঠেছিল এবং এই নবোদ্ভূত শ্রেণীর হাত ধরে এ দেশে ‘কালোবাজারি’ নামে একটি নতুন বিষয়ের সূত্রপাত হল যা স্বাধীনতা-উত্তর ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের ওপর ব্যপক প্রভাব বিস্তার করে। যে সমস্ত কারণে বাঙালী তথা ভারতবাসীর স্বাধীনতাপ্রাপ্তির আনন্দ বিস্বাদ হয়ে গেছিল তার মধ্যে একটি প্রধান কারণ হল স্বাধীনতার অব্ববহিত পরেই উদ্ভূত চরম খাদ্যসংকট। কিছু অর্থগ্রিধ্নু মানুষের ষঢ়যন্ত্রে এবং কূট প্রশাসনিক মদতে শস্যশ্যামলা সুজলা সুফলা বাংলার বুকেও কিভাবে এই কৃত্রিম সংকট তৈরি হল, চরম দারিদ্র্য ও অনটনের মধ্যে পড়ে চাষী-মজুর-কামার-কুমোর-রাজমিস্ত্রি আপামোর খেটে খাওয়া মানুষ কি ভাবে পেটের দায়ে ধান-চাল চালানের কাজে তত্পর হয়ে উঠল, কিভাবে সহজ সরল অজ্ঞ সাধারণ মানুষকে ব্যবহার করে ফুলে ফেঁপে উঠতে লাগল একদল ধান্দাবাজ স্বার্থপর মানুষ, কিছু সুযোগসন্ধানি প্রশাসকের অসহযোগিতায় কিভাবে পেট্রল লিডার পবিত্র সেনের মতো একজন সৎ ও দক্ষ সরকারি অফিসারের জীবন বিপন্ন হয়ে পড়ল -- এই সব জটিল কুটিল বিষয় অতি সুনিপুণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন ঔপন্যাসিক এই উপন্যাসে।

          এছাড়াও জনৈক বিধবা যুবতি মুকুলের জীবনসংগ্রামের মধ্যে দিয়ে এই বিরূপ বিশ্বে নিয়ত একাকি হয়ে পড়া মানুষের অস্তিত্বের সংকটকেও চমৎকার ফুটিয়ে তোলা হয়েছে এ উপন্যাসে যা এ উপন্যাসে একটি বিশেষ মাত্রা যোগ করেছে।

         উপন্যাসে বর্ণিত এই সব বিষয়ের পাশাপাশি এই উপন্যাসের আলোকে ঔপন্যাসিক গুণময় মান্নার জীবনদর্শনকে ব্যক্ত করা এই প্রবন্ধের প্রতিপাদ্য।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/ April23/article-17

Page No : 123-128

Published In :Volume 3, Issue 2

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License