Published Paper Details:
Swapnamay Chakrabartir Chotogalpe Samay O Jibaner Melbandhan : Ekti Nibir Path.
Pranab Kumar Das
সময়, জীবন, উপলব্ধি, মানবতা, মূল্যবোধ, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, প্রতিবাদ
একজন লেখক তাঁর ভাবনাকে যে কাহিনির মধ্য দিয়ে প্রকাশ করেন, তার মধ্যেই সময় রয়েছে। লেখক শুদ্ধ অনুভবের দ্বারা সময়কে উপলব্ধি করেন। আসলে তিনি সময়কে নিয়ে একপ্রকার খেলা করেন। সাহিত্যে সময় একটি মৌলিক তত্ত্ব রূপে কাজ করে। প্রত্যেকটি লেখা একটি সময়কে অবলম্বন করেই শুরু হয়, তবে সেটা তার প্রকৃত সময় নাও হতে পারে। প্রবহমান সময়ের প্রভাব ঐ লেখার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। কাহিনির বিষয় ও চরিত্রের নানা ঘাত-প্রতিঘাতের সঙ্গে সময়ের সম্পর্ক নিবিড়তর। এ কারণেই বাস্তবিক কোনো ঘটনার প্রেক্ষিত আলোচনা করতে করতেই লেখক কখনো তার অতীত, ভবিষ্যৎ প্রসঙ্গে ফিরে যান। পাঠক সেই বিষয়কে আবার ভিন্ন সময়ের দর্পণে পড়ে বা বিচার করে।
বাংলা সাহিত্যের গল্পের ভুবনে একটি প্রতিষ্ঠিত নাম স্বপ্নময় চক্রবর্তী। তাঁর গল্পপাঠে মানবিকতা এবং মূল্যবোধের বিষয়টি পাঠকের মনকে নাড়া দেয়। তিনি এই সময়ের দেশের নৈরাজ্য এবং গভীর অন্ধকারকে খুব কাছ থেকে দেখেছেন বলেই, তাঁর গল্পের বিষয় ভাবনায় সময়ের সংকটগুলো প্রাধান্য পেয়েছে। নানা সনস্যার মধ্যেও তিনি মানুষকে তার স্বমহিমায় আবিষ্কার করতে সচেষ্ট হয়েছেন। তিনি চারপাশের নানা জটিলতার পাশাপাশি মানুষের প্রতিবাদকে লেখার মধ্য দিয়ে তুলে ধরেছেন। স্বপ্নময় চক্রবর্তী মূলত সময় ও জীবনের মেলবন্ধনে গল্পের প্লট ও চরিত্রগুলোকে নির্মাণ করেন। তিনি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে মানুষের ভাষায় জীবনের সততাকে তুলে ধরেন। গণমানুষের চৈতন্যকে উদ্ভাসিত করতে হলে সুস্থ সংস্কৃতি চর্চার প্রয়োজন। তাই তিনি কলম হাতে একদিকে সাহিত্য রচনা করেছেন ও অন্যদিকে তিনি সেই চর্চার ধারাটিকে বহন করে চলেছেন।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/July/21/article-6
Page No : 43 -48
Published In :Volume 1, Issue 3, July 2021
DOI (Digital Object Identifier) :
E ISSN : 2583-0848
Creative Commons Attribution 4.0 International License
Article link : https://tirj.org.in/vol-01-issue-03-jul-2021/
Article Download link : https://tirj.org.in/wp-content/uploads/2022/01/swapnamay-chakrabarty-nibir-paTh-.tirj_.pdf