Published Paper Details:

Rajanya Amaler Shikkha Byabastha.

D. Anupam Sarkar      

ত্রিপুরা, রাজমালা, পাঠদান, মহারাজা বীরচন্দ্র মানিক্য, বালিকাদের শিক্ষার, রাধাকিশোর মানিক্যের আমল

ভারতের উত্তর-পূর্ব দিকের রাজ্য ত্রিপুরা, অনেকদিন রাজন্যশাসিত ছিল। বর্তমান বাংলাদেশের অনেকাংশেই ত্রিপুরা রাজ্যের সীমানা বিস্তৃত ছিল। চন্দ্রবংশীয় মানিক্য উপাধি প্রাপ্ত রাজারাই উত্তরাধিকার সূত্রে এখানে রাজ্য শাসন করে গেছেন। “রাজমালা” গ্রন্থে রাজবংশের কীর্তি কাহিনি বর্ণিত  হয়েছে। এই গ্রন্থের বিবরণ থেকে আমরা মহারাজা বীরচন্দ্র মাণিক্যের পূর্ববর্তী রাজাদের শিক্ষাবিস্তার সম্পর্কে কোন পরিচয় পাই না। রাজপরিবারের শিক্ষা ব্যবস্থার বিবরণ থাকলেও সাধারণ প্রজাদের জন্য প্রবর্তিত শিক্ষার প্রচেষ্টা তেমন  দেখা যায় না। এই প্রসঙ্গে সমালোচক বলেছেন- “মানিক্য বংশের সূচনা কাল থেকে ঊনবিংশ শতকের ৬ – ১০ অব্দ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের সাধারণ প্রজাদের বিদ্যা শিক্ষার জন্য কোন প্রকার প্রতিষ্ঠান ছিল এরূপ সাক্ষ্য রাজমালা বা অন্যান্য আকর  গ্রন্থাদিতে পাওয়া যায় না। ধারণা করা যেতে পারে যে যেহেতু রাজকীয় প্রশাসন বালক বালিকাদের শিক্ষার দায়িত্ব বহন করত না। সেজন্যই শিক্ষার জন্য কোন প্রতিষ্ঠান গড়ে উঠেনি।”

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/July/21/article-7

Page No :  49 -55

Published In :Volume 1, Issue 3, July 2021

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License