Published Paper Details:

 Kathasahityik Debesh Rayer Nirbachita Chotogalpe Bahumatrik Jiboner Pratirup : Ekti Parjalochana.

Subarna Sen        

দেবেশ রায়, ছোটগল্পের অনন্য স্বকীয়তা, ছয়টি গল্প সমগ্র, পর্যায়গত বিশিষ্টতা, শোষণের নানাদিক, লেখকের অভিজ্ঞতা

  ছোটগল্প আধুনিক যুগজিজ্ঞাসার ফসল হওয়ার কারণে স্বাভাবিকভাবেই বাংলা ছোটগল্পের প্রথম জন্মলগ্ন থেকে এর পরীক্ষা-নিরীক্ষামূলক নানা কার্যক্রম স্বতন্ত্র শিল্পকলা রূপে একে বিশেষ মর্যাদা দিয়েছে। রবীন্দ্র পরবর্তী বাংলা কথাসাহিত্যে বিশেষত ছোটগল্পের ভুবনে শুধুমাত্র মনোরঞ্জনমূলক বিষয়ই নয় সেই সঙ্গে তৎকালীন আর্থসামাজিক, রাজনৈতিক পটপরিবর্তনের গতিধারাকে গ্রামীণ তথা নাগরিক জীবনের নানা মানদণ্ডে বিচার করে এর যথাযথ শিল্পীত রূপ প্রদর্শনের চেস্টা করা হয়েছে। দেবেশ রায় ছিলেন তেমনি এক ইতিবাচক সৃষ্টিশীল মানসিকতার অধিকারী লেখক। তাঁর জন্ম ১৯৩৬, ১৭ই ডিসেম্বর, বর্তমানে বাংলাদেশের পাবনা জেলার বাগমারা গ্রামে। পিতা ছিলেন ক্ষিতীশচন্দ্র রায়, মাতা অপর্ণা রায়। বাংলা ছোটগল্পের নির্মাণ শৈলীতে তিনি এক স্বতন্ত্র রীতির প্রবর্তন করেন। তাই তাঁর অনন্য ছোটগল্পের বিশ্বে যাদের পরিচয় আছে তারা ভালোভাবেই জানেন লেখক হিসেবে তাঁর রচনাশক্তির আভিজাত্যকে।

           আলোচ্য প্রবন্ধ মধ্যে তাঁর গল্পসমগ্রের ছয়টি খণ্ডের বিভিন্ন সময়পর্বের কাহিনীগত বৈচিত্র্য, জীবনের বিভিন্ন পর্বে তাঁর মানসপ্রেক্ষাপট, বিশেষত সাত বছর বয়সে উত্তরবঙ্গে এসে এখানকার নানা শ্রেণির মানুষের জীবনসংগ্রামের বাস্তব সম্মত আর্তি লেখকের মর্মস্পর্শী লেখনীর গুণে যেভাবে প্রতিবিম্বিত হয়েছে, প্রবন্ধে তারই সংক্ষিপ্ত স্বরূপকে তুলে ধরার চেস্টা করা হয়েছে। কথাসাহিত্যের উপকরণ নির্বাচন করতে গিয়ে তাঁর সাংবাদিকতার অভিজ্ঞতা তাকে প্রভূত সহায়তা করেছে। তাই পরিশেষে একথাই বলা যায় যে, তিস্তা নদী সংলগ্ন মানুষের প্রতি অসীম দরদপূর্ণ অনুভূতি, সংস্কৃতি মনস্কতা, প্রগতিশীল বুদ্ধিজীবী দৃষ্টিভঙ্গী প্রভৃতির অভূতপূর্ব মেলবন্ধনে দেবেশ রায়ের সৃজনশীল ছোটগল্পগুলি ব্যাপক আলোচনা তথা জনপ্রিয়তার শীর্ষবিন্দু স্পর্শ করেছে।

Paper ID : tirj/October21/article-2

Page No :  06 – 10

Published In : Volume – 1, Issue – 04, October 2021

DOI (Digital Object Identifier) : http://doi.one/10.1750/TIRJ.30501

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License