Published Paper Details:

AFSA AMEDER UPONNYASH SEI NIKHUT MANUSHTA : SMRITIR TANE FIRE AASA..

Kanak roy        

সাহিত্যিক, আফসার আমেদ, সেই নিখোঁজ মানুষটা, উপন্যাস, আবিদ

লোকনাটক হল আদি যুগের সৃষ্টি। লোকসাহিত্যের ভান্ডারে এবং লোকমানসে লোকনাট্য গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। লোকনৃত্যগীত থেকে লোকনাট্যের জন্ম হয় অর্থাৎ কোন অঞ্চলের মানুষের সংঘবদ্ধ ভাবে নাচ, গান, সংলাপ, ধর্ম, অভিনয় প্রভৃতির মধ্যেই লোকনাট্যের জন্ম। উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের মধ্যে এই সমস্ত লোকনাট্যগুলি তাদের নিজস্ব অঞ্চলের বৈশিষ্ট্য অর্থাৎ তাদের নিজস্ব বিশ্বাস-সংস্কার নিয়ে প্রত্যেকটি অঞ্চলে নানা ধরনের লোকনাট্য প্রচলিত রয়েছে। এই প্রসঙ্গে ড. নির্মলেন্দু ভৌমিক বলেছেন– “কোন লোক গোষ্ঠীর সংহতিজ্ঞাপক Myth, Ritual জীবনচর্যার সকল দিক যখন তাদের অভিনয় ও সংলাপে প্রতিফলিত হয়, তখন তা লোকনাট্য হয়।”১  

Paper ID : tirj/October21/article-5

Page No : 28 – 33

Published In : Volume – 1, Issue – 04, October 2021

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License