Published Paper Details:

COOCH BEHAR ZILAR KATTHYA BHASHAR SARBANAM BOICHITRA.

SHUBASIS SAHA     

পুনরুল্লেখ, নির্দেশক, সাপেক্ষ, পারস্পরিক, বৈচিত্র্য

পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত একটি জেলা কোচবিহার। বহু ভাষাভাষী মানুষের বাস এই জেলায়। এই জেলার স্থানীয় ও অভিবাসিত উভয় জনসম্প্রদায়ের কথ্য ভাষায় ব্যবহৃত বাক্যসমূহে যে সকল পদের ব্যবহার লক্ষ্য করা যায় তাদের মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা- নামপদ ও ক্রিয়া পদ। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও অব্যয় ভেদে নামপদকে আবার চারটি ভাগে ভাগ করা হয়। আর পূর্ববর্তী বিশেষ্য পদের বিরক্তিকর  পুনরুল্লেখ পরিহার করবার জন্যই মূলত সর্বনাম পদের ব্যবহার করা হয়ে থাকে।কোচবিহার জেলার কথ্য ভাষাতে এই সর্বনাম পদের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়। তবে ইংরেজি বা অসমিয়ার মত এই জেলার স্থানীয় বা অভিবাসিত কোন সম্প্রদায়ের কথ্য ভাষাতেই সর্বনাম পদের লিঙ্গ ভেদ নেই।

কিন্তু পুরুষ ও বচন ভেদে এই জেলার স্থানীয়ও অভিবাসিত  উভয় জনসম্প্রদায়ের কথ্য ভাষায়  ব্যবহৃত সর্বনাম পদসমূহে বহুবিধ বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তাছাড়া, পুরুষবাচক, নির্দেশক, অনির্দেশক, প্রশ্নবাচক, আত্মবাচক, সমষ্টিবাচক, সাপেক্ষ ও পারস্পরিক ইত্যাদি অষ্টবিধ ভাগে এই জেলার সর্বনাম পদ সমূহকে বিভক্ত করা হয়ে থাকে। আর সর্বনাম পদের তথা ভাষার এই বিপুল বৈচিত্র্যকে বহন করেই কোচবিহার আজ ভাষা সম্পদে সমৃদ্ধ একটি জেলা রূপে আত্মপ্রকাশ করেছে।

Paper ID : tirj/January22/article-2

Page No : 11 - 30

Published In : Volume – 2, Issue – 01, January 2022

DOI (Digital Object Identifier) : http://doi.one/10.1750/TIRJ.30436

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License