Published Paper Details:

BANI BASUR AKUSHE PAA: EKAI BAYASER TIN TARUNIR BHINNYA BHINNYA JIBONBODH.

PAROMITA CHAKRABORTY   

জীবন, স্বপ্ন, সংকট, বাস্তব, জটিলতা, একুশে পা

বাণী বসুর ‘একুশে পা’ (১৯৯৪ খ্রিস্টাব্দ) উপন্যাসের প্রেক্ষাপটে রয়েছে স্কুলজীবন থেকে সদ্য কলেজ জীবনে পা দেওয়া একঝাঁক তরুণ-তরুনীর স্বপ্ন-প্রত্যাশা এবং সম্পর্কে ভিন্ন ভিন্ন মূল্যবোধের এক অনন্য আখ্যান। উপন্যাসে বর্ণিত একাধিক চরিত্রের মধ্যে উজ্জয়িনী, ঋতু এবং ইমন, এই তিন চরিত্রের সমবয়সী হয়েও জীবনের সংগ্রাম এবং চাওয়া পাওয়া যে কত ভিন্ন তা উপন্যাসটি আলোচনার মাধ্যমে তুলে ধরা হবে। এই তিনটি নারীচরিত্র কীভাবে বৃহত্তর জীবনের বৃহত্তর পথে এগিয়ে চলার পথ খুঁজে পাবে, জীবনের সমস্ত জিজ্ঞাসার সমাধান খুঁজে পাবে কি না তার একটি বিশ্লেষণ তাদের ভেতরের এবং বাইরের জীবনের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করা হবে।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/April/22/article-11

Page No :  91 – 96

Published In :Volume 2, Issue 2, April 2022

DOI (Digital Object Identifier) : http://doi.one/10.1750/TIRJ.30401

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License