Published Paper Details:

ASHWACHARIT: SAMAYER MERUKARANE JANAJIBON.

ANKHI SARKAR  

ভানুচরণ, কন্থক, রাজকুমার গৌতম, লায়কানখাস, মরুভূমি, পোখরান, মদরঞ্জি

বিশ শতকের শেষের তিন দশকে উপন্যাসের বিষয় ও শৈলীতে পরিবর্তন লক্ষ করা যায়। এই সময়ের উপন্যাসে মূলত সময়ের অস্থিরতা নানা ভাবে ফুটে উঠেছে। ফলে আঙ্গিকে নানা ভাবে বদল হয়েছে। সেইরকম খন্ডসময়ের সামাজিক বয়ান থেকে উঠে আসা উপন্যাস হল ২০০১ সালের বঙ্কিম পুরষ্কার প্রাপ্ত অমর মিত্রের “অশ্বচরিত”। এই উপন্যাসে সময় শুধুমাত্র বর্তমানে সীমাবদ্ধ না হয়ে ভবিষৎ অতীতের পরিচায়ক হয়ে উঠছে। ফলে আমরা অনায়াসে খণ্ড ঘটনা গুলিকে সময়ের চিহ্নায়ক হিসাবে বুঝে নিতে পারি। সেই সাথে উঠে আসে বিভিন্ন জন সংগ্রামের কথা। ফলে পূর্বের উপন্যাসের সংজ্ঞা আর থাকছে না। উপন্যাসের শৈলীর পরিবর্তন সম্বন্ধে সমালোচক তপোধীর ভট্টাচার্য বলেছেন—

“এ সম্পর্কে দ্বিমত নাই যে প্রতিপাদ্য বিষয় ও প্রকরণ জুড়ে থাকবে সমকালীন সমাজের বয়ান। ঘটনা হবে এমন যাকে সময়ের চিহ্নায়ক বলে আমরা অনায়াসে বুঝে নিতে পারব।’’ ১

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/April/22/article-12

Page No : 97 – 102

Published In :Volume 2, Issue 2, April 2022

DOI (Digital Object Identifier) : http://doi.one/10.1750/TIRJ.30402

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License