Published Paper Details:
BIPARJASTA PRANTIK JAPON: SELINA HOSEN.
SUPARNA DAS
বিপর্যয়, সেলিনা হোসেন, প্রান্তিক জীবনযাপন, মন্বন্তর, দুর্ভিক্ষ, দেশভাগ
বিপর্যয় হল এমন এক আকস্মিক ঘটনা যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে সাময়িকভাবে বা দীর্ঘকাল ধরে স্তব্ধ করে দেয়৷ বিপর্যয়ের অভিঘাত মানবসভ্যতায় নিয়ে আসে মন্বন্তর, দুর্ভিক্ষ, দেশভাগ, স্বাধীনতাযুদ্ধ ও আন্দোলনের প্রেক্ষাপট৷ আবহমানকালের বাংলাসাহিত্যে বিপর্যস্ত জীবনের অভিঘাতগুলি বাঙালি জীবনকে ত্বরান্বিত করেছে৷ এই অভিঘাতের প্রগাঢ় ছাপ পড়েছে অবহেলিত প্রান্তিক জনজীবনে৷ বাঙালি সংস্কৃতির অন্তর্গত প্রান্তিক মানুষগুলির জীবনে নেমে আসা প্রাত্যহিক বিপর্যয়ও তা অতিক্রম করার অসম্ভব জিজীবিষা শক্তির দ্বন্দ্বমূলকতা বর্তমান বাংলা সাহিত্যে ব্যাপক হারে প্রভাব বিস্তার করেছে৷ এই বিপর্যস্ত প্রান্তিক জীবন সম্পৃক্তির চিত্র উঠে এসেছে সেলিনা হোসেনের লেখনীতে৷ নানামুখী সংকট, অস্তিত্বহীনতা, নৈরাশ্যবাদ ও তার থেকে মুক্তির আশায় জারিত সেলিনা হোসেনের উপন্যাসগুলি আমার আলোচ্য প্রবন্ধের বিষয়৷
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/April/22/article-13
Page No : 103 – 108
Published In :Volume 2, Issue 2, April 2022
DOI (Digital Object Identifier) : http://doi.one/10.1750/TIRJ.30403
E ISSN : 2583-0848