Published Paper Details:

DAYAMAYIR KOTHA: DESH BHAG PARABARTI SAMAYER AK ANANYA DALIL.

RAM KISHOR BARMAN    

দয়াময়ীর কথা, সুনন্দা শিকদার, দেশভাগ, মাজম শেখ, সাম্প্রদায়িক সম্প্রীতি, দেশভাগের অন্যতম দলিল

সুনন্দা সিকদারের ‘দয়াময়ীর কথা’ একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ। গ্রন্থটি ২০১০ সালে আনন্দ পুরস্কারে ভূষিত হয়। ১৯৪৭ সালের দেশ ভাগের পরবর্তী সময়ের প্রেক্ষাপটে সুনন্দা শিকদার ‘দয়াময়ীর কথা’ রচনা করেন। ‘দয়াময়ীর কথা’ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দলিল। সুনন্দা শিকদারের বাল্যকালের নাম দয়াময়ী। তাঁর বাল্যকাল অতিবাহিত বর্তমান বাংলাদেশের অবিভক্ত ময়মনসিংহ জেলার দিঘাপইত নামে এক অখ্যাত গ্রামে। সুনন্দা শিকদার বাল্যকালে মাজম নামে এক মুসলমান ভাগচাষীর তত্ত্বাবধানে বড় হয়ে উঠার কাহিনি বর্ণিত হয়েছে। বিধবা পিসিমার স্নেহলতার কাছেই থাকতেন তিনি। মাজম শেখ তাঁর কাছে ছিলেন সহোদর দাদার মত। মাজম শেখকে তিনি দাদা বলে ডাকতেন। এই দাদার স্মৃতিচারণা থেকেই ‘দয়াময়ীর কথা’ গ্রন্থের আত্মপ্রকাশ। শিশু সুনন্দার সঙ্গে দাদা মাজম শেখের এতটা আত্মিক যোগ ছিল যার স্মরণে তিনি এই গ্রন্থটি রচনা করেন। গ্রন্থটিতে ১৯৪৭ সালের পরবর্তী সময়ে ময়সিংহের দিঘাপইত এবং পার্শ্ববর্তী গ্রামে বসবাসকারী মানুষগুলির মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু ধর্মের পেশা ভিত্তিক জাতিভেদ প্রথা, দৈনন্দিন জীবনে লালিত বিভিন্ন সংস্কার-কুসংস্কার, লোকংস্কৃতির বিভিন্ন আঙ্গিক সাবললীলভাবে লেখিকা প্রকাশ করেছেন।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/April/22/article-15

Page No : 118 – 126

Published In :Volume 2, Issue 2, April 2022

DOI (Digital Object Identifier) : http://doi.one/10.1750/TIRJ.30405

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License