Published Paper Details:

 BISWAYAN O LETO GAN.

ANKITA ROY 

বিশ্বায়ন, লেটোগান, সংস্কৃতি, লৌকিক, গণমাধ্যম, সামাজিক, শিল্পী 

বিশ্বায়ন এমন একটি প্রক্রিয়া যা বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকভাবে একটি একক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার অবদান রেখেছে। অর্থাৎ বিশ্বায়ন হল অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকগত ভাবে মানুষকে সংযুক্ত করার একটি প্রক্রিয়া। বিগত কয়েক বছরের মধ্যে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, গণমাধ্যম প্রভৃতি জায়গায় একটা বিরাট অংশে আলোচনার বিষয় বিশ্বায়ন, যার সম্পর্কে দুই দশক আগে মানুষের মধ্যে কোনো ধারণায় ছিল না। কিন্তু বিশ্বায়ন শব্দটি একুশ শতকের শুরুতে আন্তর্জাতিক ও বিশ্ব মানবিক আদর্শ রূপে সারা পৃথিবীতে প্রচারিত হয়েছে। তবে এটি কেবল আর্থিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, তা সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের পথকেও প্রশস্থ করেছে। সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে বিশ্বায়নের ধারক ও বাহক হিসাবে কাজ করে চলেছে মানুষ। একটি সমাজকে বাদ দিয়ে কোনো সংস্কৃতিই গড়ে ওঠা সম্ভব নয়। সমাজ ও সংস্কৃতি পরস্পর ওতোপ্রোতভাবে জড়িত। পারিপার্শ্বিক কোনো ঘটনা যদি জনসমাজে প্রভাব ফেলে তার ফলস্বরূপ সেই অঞ্চলের লোকসংস্কৃতি প্রভাবিত হয়। বিগত কয়েক দশক ধরে যে পরিবর্তনগুলি প্রধান হয়ে দাঁড়িয়েছে তার উল্লেখযোগ্য কারণ বিশ্বায়ন। যার প্রভাব পড়েছে বাংলার লোকায়ত সংস্কৃতির উপর। রাঢ় অঞ্চলের একটি জনপ্রিয় গ্রাম্য সংস্কৃতি হলো লোকনাট্য লেটো। একুশ শতকে এসে লেটোগান ও লেটোপালা এখন বিশ্বায়নের করালগ্রাসে। লেটোগানের বিষয়বস্তুতে যে গ্রাম্য সুর নির্মল অনুভূতির প্রকাশ ছিল বিশ্বায়নের প্রভাবে তার ভাষা ও বিষয়বস্তু কলুষিত হচ্ছে। আধুনিকতার সংস্পর্শে বাণিজ্যিক কারণে এসব করা হচ্ছে। এর আঙ্গিক একটা অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু প্রাথমিকভাবে বিশ্বায়ন কোনো অঞ্চলের গন্ডি মানে না, তাই সেই গান এখন আঞ্চলিক সীমা অতিক্রম করে বিচিত্র সংগীত হিসাবে ছড়িয়ে পড়ছে বিভিন্ন অঞ্চলে। অত্যাধুনিক উন্নত কারিগরি ব্যবস্থায় লেটোগানে ব্যবহৃত সমস্ত আনুষঙ্গিক যন্ত্রগুলি বর্জন করা হচ্ছে। তার জায়গায় এসে পড়েছে ইলেকট্রনিক যন্ত্র। তাছাড়াও লেটোগানে ও পালায়  শিল্পীদের ব্যবহৃত পোশাক-পরিচ্ছদ, মঞ্চসজ্জা, আলোক সব কিছুই পরিবর্তিত। বিশ্বায়নের ফলে মানুষের মধ্যে অতি আধুনিকতার ছোঁয়া লেগেছে ফলত লৌকিক গ্রাম্য রুচি বদলে গেছে। লেটোগানের আসরে লৌকিক স্বাদের পরিবর্তে জায়গা করে নিয়েছে পশ্চিমি সংগীত ও গণসংস্কৃতির আধুনিক গান, মানুষ সেগুলিকে অনায়াসেই ভোগ করছে। তবে বিশ্বায়ন একাধারে স্থানীয় সংস্কৃতির উপর প্রভাব ফেললেও অনেকক্ষেত্রে বৈদ্যুতিক গণমাধ্যমের সাহায্যে স্থানীয় সংস্কৃতি বিশ্বের কাছে পরিচিত হচ্ছে। এর মাধ্যমেই নতুন করে সংস্কৃতি গুলির পুনরুত্থানের চেষ্টা করা হচ্ছে। পরিশেষে বলা যাই, বিশ্বায়নের দ্বারা সমস্যা যেমন তৈরি হচ্ছে, তেমনই এর সমাধানও সম্ভব। সেই ধারণার বশবর্তী হয়ে বিশ্বায়নকে সমস্যা তৈরির সহায়ক হিসাবে না ভেবে সমাধানের সহায়ক বলে আমরা স্বাগত জানাব।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/April/22/article-16

Page No : 127 – 133

Published In :Volume 2, Issue 2, April 2022

DOI (Digital Object Identifier) : http://doi.one/10.1750/TIRJ.30426

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License