Published Paper Details:

JATIYATA BADER ALOKE SACHINDRANATH SENGUPTER OITIHASIK NATOK

ANTIMA BHATTACHARJEE

সাম্প্রদায়িক সম্প্রীতি, স্বদেশীকতা, জাতীয়তাবাদ, দেশাত্মবোধ, বৈপ্লবিক চেতনা, গণনাট্য সংঘ, মেলোড্রামা, সার্বজনীন সত্য, বঙ্গভঙ্গ আন্দোলন

উনবিংশ শতকের সত্তরের দশক থেকে বাংলায় ঐতিহাসিক বা দেশপ্রেমমূলক নাটক রচনায় সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে। এর অন্যতম প্রধান কারণ হল বাঙালির ঐক্যবদ্ধ জাতীয়তাবোধের ক্রম-বর্ধমানতা। বিশ শতকের ত্রিশের দশকে আবির্ভূত শচীন্দ্রনাথ সেনগুপ্তের ঐতিহাসিক নাটকগুলির বেশিরভাগ চরিত্র আদর্শ দেশপ্রেমিক চরিত্র রূপে প্রতিভাত হয়েছে। এই সময় ঘটে যাওয়া বিভিন্ন রাজনৈতিক ঘটনাগুলি নাট্যকারের হৃদয়াবেগকে তীব্র অভিঘাত দ্বারা আন্দোলিত করতে সক্ষম হতে শুরু করে। এককথায় তাঁর হাত ধরে বাংলা নাট্য রচনার ক্ষেত্রে এক পালাবদলের সূচনা ঘটে। তাঁর নাটকের চরিত্রগুলি সনাতন ভারতবর্ষের জাতীয় বীরত্বপূর্ণ চরিত্রের আদর্শ দ্বারা অনেকাংশে প্রভাবিত হয়েছে। তৎকালীন বাঙালি জাতির জাতীয়তাবাদ এবং স্বদেশ প্রেমের সংমিশ্রণে শচীন্দ্রনাথ সেনগুপ্তের ঐতিহাসিক নাটকগুলি সংবেদনশীলতা এবং ভাবময়তার প্রতীক রূপে চিহ্নিত হয়ে উঠেছে।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/April/22/article-18

Page No : 145 – 150

Published In :Volume 2, Issue 2, April 2022

DOI (Digital Object Identifier) : http://doi.one/10.1750/TIRJ.30428

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License