Published Paper Details:
SWAPNAMOY CHAKRABORTIR NIRBACHITO CHOTO GOLPE BISHWAYANER PROVAB.
RAJESH KAR
বিশ্বায়ন, মানুষ, ভোগবাদী, প্রযুক্তি, যান্ত্রিকতা, প্রতিযোগিতা, ভবিষ্যৎ, বিজ্ঞান
উত্তর আধুনিক যুগের গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে অন্যতম হল বিশ্বায়ন। আশির দশক শুরুর পর থেকে প্রযুক্তি ও অর্থনৈতিক দুনিয়ায় পশ্চিম দেশগুলির সঙ্গে সঙ্গে আমাদের দেশেও বিপুল পরিবর্তন আসতে শুরু করে। দেশীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে যেমন প্রতিযোগিতা মূলক মানসিকতা তৈরি হয়েছিল, ঠিক তেমনি মানুষের মধ্যে বাসা বেঁধেছিল এক ভোগবাদী মানসিকতা। পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী-কর্পোরেট শক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে ভোগবাদী সংস্কৃতি মানুষকে বস্তুগত কামনা-বাসনার দিকে চালিত করেছিল। ফলে জীবন হয়ে উঠেছিল যান্ত্রিক, সমাজ হয়ে উঠেছিল বাজার। এরকমই এক সমাজজীবনে দাঁড়িয়ে গল্পচর্চা করেছিলেন স্বপ্নময় চক্রবর্তী। খুব স্বাভাবিক ভাবেই তাঁর গল্পের মধ্যে এই যান্ত্রিক জীবন ও বাজারকেন্দ্রিক সমাজ প্রতিফলিত হয়েছে। স্বপ্নময় চক্রবর্তীর গল্পে বিশ্বায়নের এই দিকটি তুলে ধরার জন্য আমরা তাঁর আশি-নব্বইয়ের দশকের পাঁচটি গল্পকে নির্বাচন করেছি। ‘ভিডিও-ভগবান-নকুলদানা’, ‘নতুন রান্না’, ‘আবর্জনা হইতে ভোগ্যপণ্য’, ‘কাকায়ন’, ও ‘একটি সতর্কতামূলক রূপকথা’ এই পাঁচটি গল্পের মধ্য দিয়ে দেখানো হবে সাহিত্যে বিশ্বায়ন কীভাবে প্রভাব ফেলেছে। আমরা যদি গল্পগুলির দিকে দেখি তবে দেখবো ‘ভিডিও-ভগবান-নকুলদানা’ গল্পে বিশ্বায়ন কীভাবে মানুষকে ভোগপ্রবণ করে তুলেছে এবং তার ফল যে কত ভয়াবহ হতে পারে তা অবনীর দুই ছেলের পরিণতি দেখে বোঝা যাবে। আবার ‘নতুন রান্না’ গল্পে দেখবো পশ্চিমদেশের সংস্কৃতি কীভাবে আমাদের দেশীয় সংস্কৃতিকে বিচ্ছিন্ন করছে। একই রান্নার নাম দিন দিন বদলে নতুন রান্না হয়ে উঠছে এবং তা গ্রহণের জন্য মানুষ কি রূপ মরিয়া তা পরিষ্কার বোঝা যাবে পঞ্চার চিকেন মাঞ্চুরিয়ান প্রস্তুতির রেসিপি শিখতে গিয়ে মার খেয়ে হাসপাতালে ভর্তির ঘটনা থেকে। ‘আবর্জনা হইতে ভোগ্যপণ্য’ গল্পে মহানির্দেশকের আগমনে পঞ্চাননের জঞ্জালে পরিণতির মধ্যে দিয়ে গল্পকার দেখালেন বিশ্বায়নের প্রভাবে সাধারণ মানুষের ঘাড়ে চড়ে কীভাবে কর্পোরেট সংস্থা প্রসার লাভ করে। ‘কাকায়ন’ ও ‘একটি সতর্কতামূলক রূপকথা’ গল্প দুটির মধ্যে বিজ্ঞানের অগ্রগতিকে দেখানো হয়েছে। আপাতদৃষ্টিতে গল্পগুলি বৈজ্ঞানিক ভাবনা প্রসূত হলেও গল্পকার এই গল্পগুলির মধ্যে ভবিষ্যৎকে ধরতে চেয়েছেন। প্রথম গল্পে মিঃ বাগচি ল্যাবরেটরিতে কাকের পাকযন্ত্র নিয়ে রিসার্চ, অন্যদিকে দ্বিতীয় গল্পে যান্ত্রিক পদ্ধতিতে মানুষের ডিম ফুটিয়ে আগামী প্রজন্ম নির্মাণের ঘটনা বিজ্ঞানের আশীর্বাদ হলেও পশু-পাখি এমনকি মানুষের জীবন যখন বিজ্ঞান দ্বারা চালিত হয় তখন তা আর আশীর্বাদ থাকে না। আসলে ভোগবাদী মানসিকতা মানুষকে এত গভীর ভাবে জড়িয়ে ধরেছে যে তার থেকে বেড়িয়ে আসা আজ মানুষের কাছে দুর্বিষহ হয়ে উঠেছে। আর তাই বাধ্য হয়ে মানুষ যেন বিশ্বায়নের কাছে নিজেকে সমর্পিত করে দিয়েছে।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/April/22/article-21
Page No : 171 – 177
Published In :Volume 2, Issue 2, April 2022
DOI (Digital Object Identifier) : http://doi.one/10.1750/TIRJ.30431
E ISSN : 2583-0848