Published Paper Details:
DAKSHIN DINAJPUR ZILAR NATTYA PROBAHA: TRITIRTHER BISHESH KICHU PROJAZONA.
DOYEL CHAKRABORTY
সামাজিক নাটক, পত্রশুদ্ধি, অসমাপিকা, যদি এমন হতো, পীরনামা ও বিছন
দক্ষিণ দিনাজপুর জেলার নাট্যচর্চায় উল্লেখযোগ্য অবদান যে সব সংস্থাগুলি রাখে তাদের মধ্যে অন্যতম ত্রিতীর্থ। নাট্য সংস্থাটির বিশেষ কিছু প্রযোজনা যেমন-পত্রশুদ্ধি, অসমাপিকা, যদি এমন হতো, পীরনামা ও বিছন মূলত এই পাঁচটি নাটক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাঁচটিই সামাজিক নাটক। সমাজের বিভিন্ন সমস্যা বিভিন্ন রকম দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটি নাটকের মধ্যেদিয়ে ভিন্ন ভিন্ন বার্তা সমাজকে দেওয়া হয়েছে। পত্রশুদ্ধি একটি সাক্ষরতা বিষয়ক নাটক। এই নাটকটির মধ্যে দিয়ে শিক্ষা জীবনের একটি অঙ্গ এবং অক্ষর জ্ঞান না থাকলে মানুষকে কত সহজে বোকা বানানো যায় তা তুলে ধরা হয়েছে। পুরো নাটকটি রাজবংশী ভাষায় রচিত। নাটকটি মিলনাত্মক ভঙ্গিতে শেষ করা হয়েছে। ‘অসমাপিকা’ নাটকটি মালদার কথ্য ভাষায় রচিত হয়েছে। সেখানে দেখানো হয়েছে পুরুষতান্ত্রিক সমাজে একজন নারীর অবস্থান কোথায়। একটি সাধারণ মেয়ের সামাজিক দুর্দশার কাহিনী তুলে ধরা হয়েছে। যদি এমন হতো এই নাটকটির মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে কিভাবে প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে শিক্ষার্থীদের সাথে গল্পের ছলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে শিক্ষা দান করলে তা অনেক বেশি মনোগ্রাহী হয়ে ওঠে। পীরনামা নাটকটিট সূর্যাস্ত আইনের সময়কার। যেখানে দেখানো হয়েছে জমিদারের জমিদারী রাজস্ব পরিশোধ করার জন্য ব্যাকুলতা। অন্যদিকে পীর সাহেবের অল্প বয়সী বউকে খুঁজে না পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়া। এবং নাটকটির শেষে দেখানো হয়েছে মুসলিম সমাজে প্রচলিত রীতি ও ধর্মীয় অনুশাসনের বাইরে গিয় একজন সদ্য যুবতী নারীর স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া। মহাশ্বেতা দেবীর গল্প অবলম্বনে হরিমাধব মুখোপাধ্যায় “বিছন” গল্পটির নাট্যরূপ দেন, যেখানে ব্যবহৃত হয়েছে বিহারের প্রত্যন্ত অঞ্চলের ভাষা। সমাজের বিভিন্ন স্তরের মানুষের ভেদাভেদকে তুলে ধরা হয়েছে। ধনী-গরীব, জাতিবিদ্বেষ এবং ক্ষমতার মাথায় থাকা মানুষের সুদৃঢ় ও অর্থনৈতিক বুনিয়াদ সভ্যতাকে কতটা চ্যালেঞ্জ করে তাই নাটকটির মধ্যে দিয়ে দেখানো হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা তৈরি হবার পর এই জেলার নাটকের গতিপ্রকৃতির একটি ধারনা দেবার চেষ্টা করা হলো। যেখান থেকে বোঝা যায় দক্ষিণ দিনাজপুর জেলার নাট্য প্রেমী মানুষেরা আজও নাট্যচর্চা থেকে দূরে সরে যায়নি।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/April/22/article-6
Page No : 46 – 54
Published In :Volume 2, Issue 2, April 2022
DOI (Digital Object Identifier) : http://doi.one/10.1750/TIRJ.30396
E ISSN : 2583-0848