Published Paper Details:
APARADH TATTYER ALOKE DURGO RAHASWA.
Dr. TRITIRTHA DAS
অপরাধ, সমাজ ও রাষ্ট্র, পেশাদার অপরাধী, গোয়েন্দা, সন্দেহভাজন, বাংলা গোয়েন্দা সাহিত্যে, ব্যোমকেশ বক্সী
অপরাধতত্ত্বের আলোচনা প্রসঙ্গে প্রথমেই উঠে আসে অপরাধ কী প্রসঙ্গ। অপরাধ হল সমাজ স্বীকৃত আইনের দৃষ্টিকোণ থেকে বেআইনি কাজ করা। অপরাধী হল সমাজ ও রাষ্ট্রের অনুশাসন ভঙ্গকারী। আর অপরাধতত্ত্ব হল একটি বিচার সহায়ক বিজ্ঞান, যার দ্বারা পরিচালিত হয়ে তদন্তকারীরা অপরাধীর অপরাধ সংঘটনের উদ্দেশ্য যাচাই করে এবং অপরাধীর অপরাধ সংঘটনের পুঙ্খানুপুঙ্খ তথ্যগুলোর বৈজ্ঞানিক দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করে অপরাধীকে শনাক্ত করে।
অপরাধ সংঘটনের পেছনে আর্থ-সামাজিক প্রেক্ষাপটকে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হলেও অপরাধতাত্ত্বিকরা মনে করেন সমাজে অপরাধীরা দুই ধরনের মানসিকতার হয়ে থাকে।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/April/22/article-7
Page No : 55 – 65
Published In :Volume 2, Issue 2, April 2022
DOI (Digital Object Identifier) : http://doi.one/10.1750/TIRJ.30397
E ISSN : 2583-0848