Published Paper Details:

SARADINDU BANDOPADHYAYER BHUTANNYESHI BARADA: FIRE DEKHA.

PRATAP CHANDRA DAS      

প্রেতপুরী, রক্ত-খদ্যোত, টিকটিকির ডিম, মরণ-ভোমরা, অশরীরী, সবুজ চশমা

বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এক প্রথিতযশা সাহিত্যিক। বহূমুখী প্রতিভাধারী শরদিন্দুর সাহিত্য সাধনার প্রতি প্রবল আকর্ষণের ভিত গড়ে দিয়েছিলেন, তাঁরই স্কুলের ড্রিল মাস্টার শ্রী পূর্ণচন্দ্র চক্রবর্তী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বয়স তখন চৌদ্দ বছর, ক্লাস টেনে পড়েন। একদিন বাংলার ক্লাসে পূর্ণবাবু শরদিন্দুকে একটি কবিতা লিখে আনতে বলেন- এখান থেকেই লেখকের সাহিত্য সেবার আরাম্ভ।

        বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন শ্রেষ্ঠ গোয়েন্দা সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীকে। অসামান্য প্রতিভাবলে তিনি গোয়েন্দা কাহিনীগুলিকে সামাজিক উপন্যাসে উন্নীত করেছেন। ব্যোমকেশ কাহিনী ছাড়াও তিনি রচনা করেছেন দুর্দান্ত কয়েকটি ঐতিহাসিক উপন্যাস, অজস্র ছোটগল্প, কবিতা এবং চিত্রনাট্য।

        বাংলা সাহিত্যের ইতিহাসে জনপ্রিয় দাদা’দের ছড়াছড়ি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বরদা-তাদের মধ্যে অন্যতম। বরদার সাথে অন্যান্য দাদা’দের বিশেষ মিল নেই। বরদা নিজস্ব বৈশিষ্ট্যে ভাস্বর। প্রেমেন্দ্র মিত্র ‘ঘনাদা’কে সৃষ্টি করেছেন এমন এক চরিত্র হিসেবে-যিনি ইতিহাসের পাশাপাশি বিজ্ঞানটাও ভালো জানেন। নারায়ণ গঙ্গোপাধ্যায় ‘টেনিদা’কে সৃষ্টি করেছেন কৌতুক চরিত্রের আদলে। সত্যজিৎ রায় ‘ফেলুদা’কে বানিয়েছেন বিখ্যাত গোয়েন্দা রূপে। আবার বুদ্ধদেব গুহ ‘ঋজুদা’কে সৃষ্টি করেন দুঃসাহসিক এডভেঞ্চার প্রিয় চরিত্র হিসেবে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ‘বরদা’কে সৃষ্টি করেন ভূতজ্ঞানী-ভূতান্বেষী রূপে।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/April/22/article-9

Page No : 74 – 81

Published In :Volume 2, Issue 2, April 2022

DOI (Digital Object Identifier) : http://doi.one/10.1750/TIRJ.30399

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License